প্রথম ম্যাচে জয় পেয়েছে কেকেআর। হায়দরাবাদের বিরুদ্ধে ১০ রানে জয় পেয়েছিল ইয়ন মর্গ্যানের দল। অপরদিকে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আজ মেগা ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়েপ সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। ব্য়াটিং করছে মুম্বই ইন্ডিয়ান্স।
11:17 PM (IST) Apr 13
জেতা ম্য়াচ মুম্বইকে উপহার দিল কেকেআর। ১০ রানে ম্যাচ জিতল মুম্বই।
11:15 PM (IST) Apr 13
এসেই বোল্টের বলে বোল্ড প্যাট কামিন্স।
11:13 PM (IST) Apr 13
ফের ব্যর্থ রাসেল। ১৫ বলে ৯ রান করে আউট হলেন তিনি।
11:09 PM (IST) Apr 13
মাত্র ৪ রান দিলেন বুমরা, কেকেআরের শেষ ওভারে দরকার ১৫।
11:04 PM (IST) Apr 13
১৮ তম ওভারে মাত্র ৪ রান দিলেন ক্রুণাল পান্ডিয়া। ২ ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার ১৯ রান
10:59 PM (IST) Apr 13
লাগাতার উইকেট হারিয়ে চাপ বেড়েছে কেকেআরের উপর। ১৭ ওভার শেষে কেকেআর ১৩১ রানে ৫ উইকেট। ৩ ওভারে দরকার ২২ রান।
10:48 PM (IST) Apr 13
ক্রুনাল পান্ডিয়ার বলে আউট শাকিব। ৯ রান করলেন তিনি। ১২২ রানে ৫ উইকেট কেকেআর।
10:46 PM (IST) Apr 13
ফের চতুর্থ ওভারে চতুর্থ উইকেট রাহুল চাহারের। ৫৭ রান করে স্টাম্প আউট হলেন নীতিশ রানা। ১৫ ওভার শেষে কেকেআর ১২২ রানে ৪ উইকেট।
10:33 PM (IST) Apr 13
পরপর তিন ওভারে তিন উইকেট নিলেন রাহুল চাহার। ৭ রান করে আউট হলেন মর্গ্যান।
10:32 PM (IST) Apr 13
হায়দরাবাদের পর মুম্বইয়ের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করলেন নীতিশ রানা। ৪০ বলে করলেন অর্ধশতরান।
10:23 PM (IST) Apr 13
ফেরে রাহুল চাহারের সফল ওভার। ত্রিপাঠীকে আউট করলেন তিনি। ১১ ওভার শেষে ৮৫ রানে ২ উইকেট কেকেআর
10:21 PM (IST) Apr 13
আউট রাহুল ত্রিপাঠী। ৫ রান করে রাহুল চাহারের বলে আউট হলেন তিনি।
10:20 PM (IST) Apr 13
১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৮১ রানে ১ উইকেট, ব্যাট করছেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠী।
10:12 PM (IST) Apr 13
৯বম ওভারে রাহুল চাহারকে একটি ছক্কা হাকানোর পরই আরও একটি ছয় মারতে গিয়ে আউট হলেন শুভমান গিল। ৩৩ রান করলেন তিনি।
10:09 PM (IST) Apr 13
পোলার্ডের অষ্টন ওভারে ১২ রান নিলেন রানা। একটি ছক্কা ও একটি তার মারলেন তিনি। ৮ ওভার শেষে কেকেআর ৬২ রান বিনা উইকেটে।
09:57 PM (IST) Apr 13
পাওয়ার প্লের শেষ ওভারে ৩টি চার মারলেন শুভমান গিল। ৬ ওভারে কেকেআর বিনা উইকেটে ৪৫।
09:47 PM (IST) Apr 13
বুমররা ওভারে একটি তার মারলেন রানা ও একটি চার মারলেন গিল। ৪ ওভার শেষে কেকেআর ২৮।
09:42 PM (IST) Apr 13
তৃতীয় ওভারে বোল্টকে একটি ছক্কা ও একটি চার মারলেন নীতিশ রানা। ৩ ওভার শেষে কেকেআর ১৯ বিনা উইকেটে।
09:38 PM (IST) Apr 13
দ্বিতীয় ওভারেও এল ৪ রান। ২ ওভার শেষে কেকেআর ৮।
09:34 PM (IST) Apr 13
প্রথম ওভারের প্রথম বলেই চার মারেন নীতিশ রানা। তারপর সামলে খেলেন গোটা ওভার। ওভার শেষে কেকেআর ৪।
09:17 PM (IST) Apr 13
শেষে লাগাতার উইকেট হারিয়ে ১৫২ রানে অল আউট হল মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের টার্গেট ১৫৩ রান।
09:16 PM (IST) Apr 13
শেষ ওভারে হ্যাটট্রিক মিস করলেও ৩ উইকেট নিলেন রাসেল। ২ ওভার বল করে ১৫ রান দিয়ে ৫ উইকেট ুেলেন রাসেল।
09:13 PM (IST) Apr 13
শেষ ওভারে ফের পরপর দুই উইকেট নিলেন রাসেলে। প্যাভেলিয়নে ফেরতে পাঠালেন ক্রুণাল পান্ডিয়া ও বুমরাকে।
09:04 PM (IST) Apr 13
১৮ ওভারে ২ উইকেট নিলেন রাসেল। ১৮ ওভার শেষে ১৩০ রানে ৭ উইকে মুম্বই।
09:02 PM (IST) Apr 13
ক্রিজে এসেই খাতা না খুলেই আউট হলেন মার্কো সেজন। শিকার করলেন রাসেল।
09:00 PM (IST) Apr 13
৫ রান করেই আন্দ্রে রাসেলের বলে আউট হলেেন পোলার্ড।
08:57 PM (IST) Apr 13
১৭ ওভার শেষে ১২৫ রানে ৫ উইকেট। ক্রিজে ক্রুণাল পান্ডিয়া ও কারেন পোলার্ডা।
08:53 PM (IST) Apr 13
রোহিত আউট হওয়ার পরই আউট হলেন হার্দিক পান্ডিয়া। ১৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন তিনি।
/p>
08:49 PM (IST) Apr 13
১৬ তম ওভারে আউট হলেন রোহিত শর্মা। ৪৩ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হলেন তিনি।
08:45 PM (IST) Apr 13
পরপর দুই উইকেট হারিয়ে পার্টনারশিপ গড়ছেন রোহিত-হার্দিক। ১৫ ওভার শেষে মুম্বই ১১৪ রানে ৩ উইকেট
08:38 PM (IST) Apr 13
১৪ তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার ৬ বলে ১৪ রান নিল মুম্বই। একটি চার মারলেন হার্দিক, একটি ছক্কা মারলেন রোহিত। ১৪ ওভার শেষে মুম্বই ১০৬ রানে ৩ উইকেট।
08:29 PM (IST) Apr 13
পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা রানরেট কমল মুম্বইয়ের। ১২ ওভার শেষে স্কোর ৯১ রানে ৩ উইকেট।
08:24 PM (IST) Apr 13
ক্রিজে এসেই ১ রান করে আউট হলেন ইশান। প্যাট কামিন্সের শিকার হলেন তিনি।
08:23 PM (IST) Apr 13
১১ ওভার শেষে ৮৮ রানে ২ উইকেট মুম্বই।
08:20 PM (IST) Apr 13
শাকিব আল হাসানের বলে আউট হলেন সূর্যকুমার। ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হলেন তিনি। ৩৬ বলে ৫৬ করলেন সূর্যকুমার।
08:18 PM (IST) Apr 13
কামিন্সকে বিশাল ছক্কা মেরে অর্ধশতরান করলেন সূর্যকুমার। ৩৩ বলে ৫০ রান করলেন তিনি। ৬টি চার ও বিশাল ছয়ে সাজানো তার ইনিংস।
08:09 PM (IST) Apr 13
প্রথমে এক উইকেট হারানোর পর ৫০ রানের পার্টনারশিপ করলেন রোহিত শর্মা-সূর্যকুমার যাদব।
08:08 PM (IST) Apr 13
অষ্ট ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার এক ওভারে ১৬ রান নিলেন সূর্যকুমার যাদব। একটি ছয় ও দুটি চার মারেন তিনি। ৮ ওভার শেষে ৬৪ রানে ১ উইকেট মুম্বই।
08:02 PM (IST) Apr 13
৭ ওভার শেষে মুম্বই ৪৮ রানে এক উইকেট। পার্টনারশিপ করছেন রোহিত-সূর্যকুমার।
07:59 PM (IST) Apr 13
ষষ্ঠ ওভারে অবশেষে পেসার নিয়ে এলেন মর্গ্যান। প্যাট কামিন্সের বলে অনবদ্য একটি চার মারেন সূর্যকুমার। ৬ ওভার শেষে মুম্বই ৪২ রানে ১ উইকেট।