IPL Live Update- জয় দিয়ে মরসুম শুরু কেকেআরের, ১০ রানে ম্যাচ জিতল নাইটরা

সংক্ষিপ্ত

আইপিএল ২০২১ মরসুমের অভিযান শুরু করল কেকেআর। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে হেরে যান কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিডও ওয়ার্নার। বড় রান করার লক্ষ্যে কেকেআর।
 

11:04 PM (IST) Apr 11

১০ রানে ম্যাচ জিতল কেকেআর

শেষ ওভারে ১১ রান দিল আন্দ্রে রাসেল। ১০ রানে ম্যাচ জিতল কেকেআর। জয় দিয়ে মরসুম শুরু করল নাইটরা।

10:59 PM (IST) Apr 11

১৯ তম ওভারে কামিন্সকে জোড়া ছক্কা

কামিন্সকে জোড়া ছক্কা মারলেন আবদুল সামাদ। ৬ বলে ২২ রান দরকার হায়দরাবাদের।

10:55 PM (IST) Apr 11

আউট বিজয় শংকর

রাসেলের বলে আউট বিজয় শংকর। ২ ওভারে দরকার ৩৮ রান।

10:48 PM (IST) Apr 11

মণীশ পাণ্ডের হাফ সেঞ্চুরি

৩৭ বলে ৫০ রান করলেন মণীশ পাণ্ডে। ২টি চার ও ২টি ছয় মারেন পাণ্ডে।

 

 

10:45 PM (IST) Apr 11

আউট মহম্মদ নবি

প্রসিদ্ধ কৃষ্মার বলে আউট হলেন মহম্মদ নবি। করলেন ১৪ রান। ১৬ ওভারে ১৩১ রানে ৪ উইকেট।

10:35 PM (IST) Apr 11

১৫ ওভার শেষে ১১৯ রানে ৩ উইকেট

১৫ ওভার শেষে সানরাইজার্স ১১৯ রানে ৩ উইকেট। ৫ ওভারে জেতার জন্য দরকার ৬৯ রান।

10:35 PM (IST) Apr 11

১৫ ওভার শেষে ১১৯ রানে ৩ উইকেট

১৫ ওভার শেষে সানরাইজার্স ১১৯ রানে ৩ উইকেট। ৫ ওভারে জেতার জন্য দরকার ৬৯ রান।

10:30 PM (IST) Apr 11

১৪ ওভার শেষে ১১৩ রানে ৩ উইকেট হায়দরবাদ

১৪ তম ওভারে শাকিবকে একটি বিশাল ছক্কা মারেন মণীশ পাণ্ডে। ১৪ ওভার শেষে ১১৩ রানে ৩ উইকেট হায়দরবাদ।

 

10:26 PM (IST) Apr 11

প্যাট কামিন্সের বলে আউট বেয়ারস্টো

অবশেষে প্য়াট কামিন্সের বলে ভাঙল পার্টনারশিপ। ৩৯ বলে ৫৫ রান করে আউট হলেন বেয়ারস্টো।

 

 

10:21 PM (IST) Apr 11

১২ ওভারে ১০০ রান হায়দরবাদের

১২ ওভারে ১০০ রান হল হায়দরাবাদের। ৯০ রানের পার্টনারশিপ বেয়ারস্টো ও পাণ্ডের। জয়ের আশা জিইয়ে রেখেছে সানরাইজার্স।

 

10:20 PM (IST) Apr 11

ঝড়ো অর্ধশতরান বেয়ারস্টোর

৩২ বলে হাফ  সেঞ্চুরি করলেন জনি বেয়ারস্টো। ৫টি চার , ৩টি ছয় মারেন তিনি।

 

 

10:11 PM (IST) Apr 11

১০ ওভার শেষে ৭৭ রানে ২ উইকেট হায়দরাবাদ

জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডের পার্টনারশিপের উপর নির্ভর করে ম্যাচে ঘুড়ে দাঁড়াল হা.দরাবাদ। ১০ ওভার শেষে এসআরএইচ ৭৭ রানে ২ উইকেট।

 

10:01 PM (IST) Apr 11

রাসেলের ১ ওভারে ১৫ রান নিলেন বেয়ারস্টো

অষ্টম ওভারে রাসেলের এক ওভারে এল ১৫ রান। ১টি ছয় ও ২টি চার মারলেন বেয়ারস্টো। ৮ ওভার শেষে হায়দরাবাদ ৬০ রানে ২ উইকেট।

 

 

09:56 PM (IST) Apr 11

৭ ওভার শেষে হায়দরাবাদ ৪৫ রানে ২ উইকেট

হায়দরাবাদের ইনিংসের রাশ ধরল  বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে। ৭ ওভারে শেষে হা.দরাবাদ ৪৫ রানে ২ উইকেট।

 

09:49 PM (IST) Apr 11

চতুর্থ ওভারে ম্য়াচে ফিরল হায়দরাবাদ

চতুর্থ ওভারে শাকিবকে একটি ছয় মারলেন বেয়ারস্টো ও একটি চার মারলেন মণীশ পাণ্ডে।

 

 

09:39 PM (IST) Apr 11

প্রথম বলেই উইকেট পেলেন শাকিব

কেকেআরে কামব্যাক করে প্রথম বলেই উইকেট পেলেন শাকিব। তৃতীয় ওভারের প্রথম বলে বোল্ড করলেন ঋদ্ধিমানকে। ৩ ওভার শেষে ১১ রানে ২ উইকেট।

 

 

09:36 PM (IST) Apr 11

দ্বিতীয় ওভারেই আউট ওয়ার্নার

দ্বিতীয় ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট ডেভিড ওয়ার্নার। করলেন তিন রান। দ্বিতীয় ওভার শেষে এসআরএইচ ১০ রানে ১ উইকেট।

 

 

09:34 PM (IST) Apr 11

হরভজনের প্রথম ওভারেই ক্যাচ মিস

প্রথম ওভারেই হরভজনের বলে ক্যাচ ফেললেন প্যাট কামিন্স। তারপরই ঋদ্ধিমান সাহা একটি ছয় মারেন ভাজ্জিকে। প্রথম ওভার শেষে হায়দরাবাদ ৮।

09:14 PM (IST) Apr 11

২০ ওভারে কেকেআর ১৮৭

শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করল কেকেআর। সানরাইজার্সের টার্গেট  ১৮৮ রান।

09:12 PM (IST) Apr 11

শেষে দীনেশ কার্তিকের ঝোড় ইনিংস

পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়লেও, শেষে ৯ বলে ২২ রান করেন দীনেশ কার্তিক। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করল কেকেআর। সানরাইজার্সের টার্গেট  ১৮৮ রান।

 

 

09:05 PM (IST) Apr 11

১৯ ওভারল শেষে কেকেআর ১৭১ রানে ৫ উইকেট

লাগাতার উইকেট হারিয়ে চাপ বাড়ল কেকেআরের। ১৯ ওভারল শেষে কেকেআর ১৭১ রানে ৫ উইকেট

08:58 PM (IST) Apr 11

পরপর আউট রানা-মর্গ্যান

৫৬ বলে ৮০ রান করে আউট হলেন নীতিশ রানা। ২ রান করে আউট হলেন মর্গ্যান। দুটি উইকেট নিলেন নবি।

 

 

 

08:58 PM (IST) Apr 11

পরপর আউট রানা-মর্গ্যান

৫৬ বলে ৮০ রান করে আউট হলেন নীতিশ রানা। ২ রান করে আউট হলেন মর্গ্যান। দুটি উইকেট নিলেন নবি।

 

 

 

08:54 PM (IST) Apr 11

১৭ ওভার শেষে কেকেআর ১৫৯ রানে ৩ উইকেট

১৭ ওভার শেষে কেকেআরের স্কোর ১৫৯ রানে ৩ উইকেট।  ব্যাট করছেন রানা ও মর্গ্যান।

08:51 PM (IST) Apr 11

আউট রাসেল

৫ রান করে রাশিদ খানের বলে আউট রাসেল।

 

08:45 PM (IST) Apr 11

আউট ত্রিপাঠী

৫৩ রান করে আউটচ হলেন হলেন রাহুল ত্রিপাঠী। টি নটরাজনের বলে আউট হলেন তিনি।

 

 

08:43 PM (IST) Apr 11

অর্ধশতরান রাহুল ত্রিপাঠীর

রানার পর হাফ সেঞ্চুরি  করলেন রাহুল ত্রিপাঠী। ২৮ বলে করলেন অর্ধশতরান। ১৫ ওভারে কেকেআর ১৪৫।

 

/p>

08:37 PM (IST) Apr 11

রানা ঝড়ে কাবু সানরাইজার্স

একেরল পর এক বড়ো হিট করে চলেছেন নীতিশ রানা। ১৪ ওভার শেষে কেকেআরে স্কোর ১ উইকেটে ১২৬। রানা অপরাজিত ৭২, ত্রিপাঠী ৩৯।

 

 

08:27 PM (IST) Apr 11

রানা -রাহুলের দুরন্ত ব্যাটিং, ১২ ওভার শেষে কেকেআর ১০৫ রানে ১ উইকেট

রানা-রাহুলের দুরন্ত ব্য়াটিং। ৫০ রানের পার্টনারশিপ পূরণ। ১২ ওভার শেষে কেকেআর ১০৫ রানে ১ উইকেট।

 

 

08:22 PM (IST) Apr 11

হাফ সেঞ্চুরি নীতিশ রানার

 প্রথম ম্য়াচেই দুরন্ত অর্ধশতরান নীতিশ রানার। ৩৭ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ১০ ওভার শেষে ৮৩ রানে ১ উইকেট কেকেআর।

&n

 

08:07 PM (IST) Apr 11

৮ ওভার শেষে কেকআর ৬৪ রানে ১ উইকেট

৮ ওভার শেষে কেকআর ৬৪ রানে ১ উইকেট। ব্যাট করছেন রানা ও রাহুল ত্রিপাঠী। এসেই ছক্কা হাকান ত্রিপাঠী।

 

 

08:03 PM (IST) Apr 11

আউট শুভমান গিল

আউট শুভমান গিল। রাশিদ খানের বলে বোল্ড হলেন তিনি। ১৫ রান করলেন গিল।

 

 

08:00 PM (IST) Apr 11

পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেটে ৫০

পাওয়ার প্লে শেষে কেকেআর বিনা উইকেটে ৫০।

 

 

 

07:55 PM (IST) Apr 11

৫ ওভারে বিধ্বংসী রানা

৫ ওভারে একটি ছক্কা ও চার মারলেন রানা। ৫ ওভার শেষে কেকেআর ৪৫।

 

 

07:50 PM (IST) Apr 11

চতুর্থ ওভারে পরপর ৩টি চার মারলেন রানা

চতুর্থ ওভারে পরপর ৩টি চার মারলেন রানা। ৪ ওভার শেষে কেকেআর ৩৩।

 

 

07:45 PM (IST) Apr 11

তৃতীয় ওভারে এল ৬ রান

তৃতীয় ওভারে একটি চার মারলেন শুভমান গিল। এল ৬ রান। ৩ ওভার শেষে কেকেআর ১৯।

 

07:41 PM (IST) Apr 11

দ্বিতীয় ওভারে দুটি চার মারলেন রানা

দ্বিতীয় ওভারে সন্দীপ শর্মাকে দুটি চার মারলেন রানা। ২ ওভার শেষে কেকেআর  ১৩।

 

 

07:36 PM (IST) Apr 11

প্রথম ওভার শেষে কেকেআর ৪ রান

প্রথম ওভার শেষে কেকেআর ৪ রান। 

 

 

07:32 PM (IST) Apr 11

চার দিয়ে মরসুম শুরু কেকেআরের

নরসুমের প্রথম বলেই চার মেরে শুরু করলেন নীতিশ রানা।

 

 

07:28 PM (IST) Apr 11

যুদ্ধের জন্য তৈরি ওয়ার্নার

প্রথম ম্য়াচে যুদ্ধে নামার জন্য তৈরি এসআরএইচ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।