আইপিএল এর পঞ্চম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স। এবছর আইপিএল-এ আজ প্রথম খেলা কলকাতা নাইট রাইডার্স-এর। প্রায় দীর্ঘ ছয় মাসের লকডাউনের পর এই ক্রিকেট খেলা। স্বাভাবিকভাবেই কলকাতার ক্রিকেটারদের কাছে নিজেদের ফিটনেস ও যোগ্যতা প্রমাণের বড় চ্যালেঞ্জ। মুম্বই ইন্ডিয়ান্স-এর এটা দ্বিতীয় ম্যাচ। এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ তারা খেলেছিল চেন্নাই-এর বিরুদ্ধে। ওটাই ছিল এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ। তাতে হেরে যায় মুম্বই। আজ যেখানে খেলা সেই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২০১৪ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ম্যাচে জয়ের হাসিটা হেসেছিল কলকাতা। কলকাতার একটা সময়ের স্টার প্লেয়ার ব্রেন্ডন ম্যাককালাম এবার দলের কোচ। তিনিও জয়ের বিষয়ে আশাবাদী।
11:43 PM (IST) Sep 23
কলকাতা একের পর এক উইকেট লাগাতার হারায়, শেষ দিকে কামিন্স একের পর এক ছয় ও চারে কিছু উত্তেজনা তৈরি করলেও তা জয়ের জন্য যথেেষ্ট ছিল না।
11:42 PM (IST) Sep 23
আইপিএল-এর প্রথম ম্যাচেই হার কলকাতার, ৪৯ রানে হারল শাহরুখের দল।
11:27 PM (IST) Sep 23
১৭ ওভারের শেষে কলকাতার রান ১১২ রান, ৭ উইকেটের বিনিময়ে।
10:19 PM (IST) Sep 23
ব্যাট করছেন দীনেশ কার্তিক ও নীতিশ রানা।
10:19 PM (IST) Sep 23
ব্যাট করছেন দীনেশ কার্তিক ও নীতিশ রানা।
10:19 PM (IST) Sep 23
ব্যাট করছেন দীনেশ কার্তিক ও নীতিশ রানা।
10:07 PM (IST) Sep 23
৩ ওভারে কেকেআর-এর সংগ্রহ ১৮ রান, উইকেট ১। ক্রিজে নারীন ও কার্তিক।
10:06 PM (IST) Sep 23
৩ ওভারে কেকেআর-এর সংগ্রহ ১৮ রান, উইকেট ১। ক্রিজে নারীন ও
10:04 PM (IST) Sep 23
১১ বলে ৭ রান করে আউট গিল, ট্রেন্ট বোল্টের বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।
09:48 PM (IST) Sep 23
সন্দেশ ওয়ারিয়র- ৩ ওভার ৩৪ রান- উইকেট ০- ইকোনমিক রেট ১১.৩৩/শিবম মাভি- ৪ ওভারে ৩২ রান- উইকেট ২- মেডেন-১/প্যাট কামিন্স- ৩ ওভারে ৪৯ রান- ইকোনমিক রেট-১৬.৩৩/ সুনীল নারিন ৪ ওভার ২২ রান-উইকেট ১-ইকোনমিক রেট- ৫.৫০/ আন্দ্রে রাসেল ২ ওভারে ১৭ রান- উইকেট ১- ইকোনমিক রেট- ৮.৫০/ কুলদীপ যাদব- ৪ ওভারে ৩৯ রান-উইকেট ০-ইকোনমিক রেট- ৯.৭৫
09:43 PM (IST) Sep 23
ডিকক- ৩ বলে ১ রান, রোহিত ৫৪ বলে ৮০ রান, সূর্যকুমার যাদব ২৮ বলে ৪৭ রান, সৌরভ তিওয়ারি- ১৩ বলে ২১ রান, হার্দিক পাণ্ডিয়া- ১৩ বলে ১৮ রান, কায়েরান পোলার্ড- ৭ বলে ১৩ রানে অপরাজিত, ক্রুণাল পাণ্ডিয়া ৩ বলে ১ রান করে অপরাজিত।
09:40 PM (IST) Sep 23
কলকাতার সামনে জয়ের জন্য ১৯৬ রানের বিশাল রানের টার্গেট রাখল মুম্বই। ১৯৫ রান তারা তুলল ৫ উইকেটে, ওভার প্রতি গড় ৯.৭৫।
09:28 PM (IST) Sep 23
৫ উইকেট হারিয়ে এই রান তুলেছে মুম্বই।
09:27 PM (IST) Sep 23
অবশেষে থামল রোহিতের ইনিংস, ৮০ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি, ৫৪ বলে এই রান করেছেন তিনি।
08:14 PM (IST) Sep 23
রোহিত ২৭ বলে ৪১ রান এবং সঞ্জু স্যামসন ১৮ বলে ৩৯ রানে ব্যাট করছেন।
07:54 PM (IST) Sep 23
৪ ওভারেরে শেষে মুম্বইয়ের সংগ্রহ ৩৪ রান, ১ উইকেট হারিয়ে, ওভার প্রতি রানের গড় ৮.২৫, ক্রিজে রোহিত ও স্যামসন
07:54 PM (IST) Sep 23
৪ ওভারেরে শেষে মুম্বইয়ের সংগ্রহ ৩৪ রান, ১ উইকেট হারিয়ে, ওভার প্রতি রানের গড় ৮.২৫, ক্রিজে রোহিত ও স্যামসন
07:54 PM (IST) Sep 23
৪ ওভারেরে শেষে মুম্বইয়ের সংগ্রহ ৩৪ রান, ১ উইকেট হারিয়ে, ওভার প্রতি রানের গড় ৮.২৫, ক্রিজে রোহিত ও স্যামসন
07:49 PM (IST) Sep 23
কেকেআর-এর তৃতীয় ওভারে ফের রানের বন্যা, সন্দেশ ওয়ারিরে মুম্বই নিল ১৬ রান।
07:48 PM (IST) Sep 23
কেকেআর-এর তৃতীয় ওভারে ফের রানের বন্যা, সন্দেশ ওয়ারিরে মুম্বই নিল ১৬ রান।
07:48 PM (IST) Sep 23
কেকেআর-এর তৃতীয় ওভারে ফের রানের বন্যা, সন্দেশ ওয়ারিরে মুম্বই নিল ১৬ রান।
07:48 PM (IST) Sep 23
কেকেআর-এর তৃতীয় ওভারে ফের রানের বন্যা, সন্দেশ ওয়ারিরে মুম্বই নিল ১৬ রান।
07:48 PM (IST) Sep 23
কেকেআর-এর তৃতীয় ওভারে ফের রানের বন্যা, সন্দেশ ওয়ারিরে মুম্বই নিল ১৬ রান।
07:45 PM (IST) Sep 23
07:42 PM (IST) Sep 23
মুম্বই দ্বিতীয় ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রান করেছে।
07:41 PM (IST) Sep 23
ম্যাচের দ্বিতীয় ওভারের শুরুতেই আউট ডিকক, শিবম মাভির বলে ক্যাচ আউট হলেন তিনি, ৩ বলে ১ রান করেছেন তিনি।
07:36 PM (IST) Sep 23
১ ওভারের শেষে মুম্বই বিনা উইকেটে ৮ রান, ওয়ারিয়ারের শেষ বলে ৬ মারলেন রোহিত।
07:35 PM (IST) Sep 23
১ ওভারের শেষে মুম্বই বিনা উইকেটে ৮ রান, ওয়ারিয়ারের শেষ বলে ৬ মারলেন রোহিত।
07:35 PM (IST) Sep 23
১ ওভারের শেষে মুম্বই বিনা উইকেটে ৮ রান, ওয়ারিয়ারের শেষ বলে ৬ মারলেন রোহিত।
07:33 PM (IST) Sep 23
07:24 PM (IST) Sep 23
07:20 PM (IST) Sep 23
07:18 PM (IST) Sep 23
07:16 PM (IST) Sep 23
07:15 PM (IST) Sep 23
07:12 PM (IST) Sep 23
07:11 PM (IST) Sep 23
07:10 PM (IST) Sep 23
07:03 PM (IST) Sep 23
07:02 PM (IST) Sep 23