পুলিশি হানায় পর্দা ফাঁস, নিউটাউনে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতী

Published : Jun 27, 2020, 03:26 PM ISTUpdated : Jun 27, 2020, 05:16 PM IST
পুলিশি হানায় পর্দা ফাঁস, নিউটাউনে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতী

সংক্ষিপ্ত

  নিউটাউনে পুলিশি টহলদারিতে ধৃত বেশ কিছু দুষ্কৃতী   ১৭ জুন নিউটাউনের এক বাসিন্দা অভিযোগ জানান  নিউটাউনের ডিএলএফ ওয়ানের পিছনে হানা দেয় পুলিশ  তারপর হাতে নাতে ধরে ফেলে পুলিশ, উদ্ধার ধারাল অস্ত্র 

নিউটাউনে পুলিশি টহলদারিতে ধৃত বেশ কিছু দুষ্কৃতী।  চুরি, ডাকাতি এবং তরল মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারাল অস্ত্র সহ তালা ভাঙার সরঞ্জাম। শনিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।

আরও পড়ুন, নিয়মিত মাতৃদুগ্ধ নিয়ে ১০ দিন পর এল শিশুর মৃত্যুর খবর, ধুন্ধুমার আরজি কর

গতকাল রাতে নিউটাউনের কোল ভবনের কাছ সজল হালদার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি নিউটাউনের সুলঙগুড়ি এলাকায়। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে। সূত্র মারফত পুলিশ খবর পেয়ে নিউটাউনের ডিএলএফ ওয়ান এর পিছনে হানা দেয় পুলিশ। সেখানে ১০ থেকে ১২ জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশকে দেখে তারা পালাতে শুরু করে। দুজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম বিশ্বজিৎ হালদার ও সৌমিক ঠাকুর। দুজনের বাড়ি নিউটাউনের গৌরাঙ্গনগর ও ঘুনি টিয়া বাগান এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি ভোজালি, একটি তালা ভাঙা লক কাটার, একটি টর্চ লাইট সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন, সল্টলেকে বৌ-এর হাতে বেধড়ক মার-সিগারেটের ছ্যাঁকা, যন্ত্রনায় ছটফট করতে করতে থানায় গেলেন স্বামী

অপরদিকে, চলতি মাসের ১৭ তারিখ নিউটাউনের চন্ডীবেরিয়া এলাকার এক বাসিন্দা অভিযোগ করেছিলেন। আর সেই অভিযোগ পেয়েই গোপন সূত্র কাজে লাগায় পুলিশ। তারপরই শুক্রবার রাতে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের  শনিবার বারাসত আদালতে তোলা হবে।
 

 

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

PREV
click me!

Recommended Stories

BREAKING NEWS: প্রকাশিত হল SIR-এ বাদ যাওয়া নামের তালিকা! আপনার নাম নেই তো? ক্লিক করে জেনে নিন
LIVE NEWS UPDATE: আইপিএল ২০২৬ - আবু ধাবিতে এবার নিলামের আগে জারি নতুন নিয়ম, শুরু বিতর্ক