পাতিপুকুর মাছ বাজারে একাধিক উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ, আতঙ্কিত ক্রেতা-বিক্রেতা

Published : Aug 10, 2020, 11:06 AM IST
পাতিপুকুর মাছ বাজারে একাধিক উপসর্গহীন করোনা আক্রান্তের হদিশ, আতঙ্কিত ক্রেতা-বিক্রেতা

সংক্ষিপ্ত

পাতিপুকুর মাছ বাজারে মোট ৬০ জনের নমুনা পাঠানো হয়েছিল  এদের মধ্যে মোট  ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে  আক্রান্তদের মধ্যে ৩ জনেরই কোনও করোনা উপসর্গ নেই  মাছ বাজার চত্বর জীবাণুমুক্ত করা হবে বলে জানিয়েছে পুরসভা 

পাতিপুকুর মাছ বাজারে  ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ। রবিবার কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে পাতিপুকুরের পাইকারি মাছ বাজারে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়৷ সেখানেই ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।

আরও পড়ুন, কলকাতায় মৃতের সংখ্যা একহাজার ছুঁইছুঁই, শহরে একদিনে আক্রান্ত ৬১৫ জন


প্রসঙ্গত, পাতিপুকুর মাছ বাজারে দৈনিক ৫০০০ মানুষের যাতায়াত। আর ভীড় বেড়ে গেলে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। তাই ক্রেতা এবং বিক্রেতা মিলিয়ে এত লোকের যেখানে প্রতিদিন যাতায়াত, সেখানে ব্যবসায়ীদের কথা ভেবেই রবিবার সাতসকালে অ্যান্টিবডি টেস্টের আয়োজন করা হয়। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের উদ্যোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পুরসভা সূত্রে খবর, বাজারের ক্রেতা ও বিক্রেতা ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে মোট ৬০ জনের নমুনা করোনা টেস্টের পাঠানো হয়৷ তাঁদের মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ আক্রান্তদের মধ্যে ২ জনের করোনার উপসর্গ রয়েছে৷ আর ৩ জনের উপসর্গ নেই৷

আরও পড়ুন, রাম মন্দিরের ভূমিপুজোয় অভিনন্দন জানাতেই ধর্ষণ ও খুনের হুমকি, আতঙ্কে লালবাজারে হাসিন জাহান


অপরদিকে,  সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, 'অ্যান্টিবডি টেস্টে কারো রিপোর্ট পজেটিভ আসলে ঘাবড়ানোর কোনও কারণ নেই। কারণ সবরকম প্রচেষ্টা তাঁরা চালাবেন। প্রয়োজনে হোম আইসোলেশন থেকে শুরু করে হাসপাতালের ব্যবস্থাও তারা করে দেবেন তবে অবশ্যই সচেতন হতে হবে সমস্ত  আরতদারকারি থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতা সকলকেই।' উল্লেখ্য, পাতিপুকুর মাছ বাজারে রয়েছে ১৩০টি আড়ত্‍দার৷  টেস্টের পাশাপাশি মাছ বাজার চত্বর জীবাণুমুক্ত করা হবে বলে জানিয়েছে পুরসভা৷ 

 

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

PREV
click me!

Recommended Stories

Today Live News: বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার শুরু - দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী