কলকাতায় মৃতের সংখ্যা একহাজার ছুঁইছুঁই, শহরে একদিনে আক্রান্ত ৬১৫ জন

Published : Aug 10, 2020, 10:07 AM ISTUpdated : Aug 10, 2020, 10:14 AM IST
কলকাতায় মৃতের সংখ্যা একহাজার ছুঁইছুঁই, শহরে একদিনে আক্রান্ত ৬১৫ জন

সংক্ষিপ্ত

কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭ হাজার   অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি  কলকাতায় মোট মৃতের সংখ্যা একহাজার ছুঁইছুঁই  সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রায় ২০ হাজার জন  


শহরে ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭ হাজার৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি৷ তবে সুখবরও আছে। এই অবধি সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজারের বেশি৷ রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন৷

আরও পড়ুন, রাম মন্দিরের ভূমিপুজোয় অভিনন্দন জানাতেই ধর্ষণ ও খুনের হুমকি, আতঙ্কে লালবাজারে হাসিন জাহান

রাজ্য স্বাস্থ্য ভবনের শনিবারের তথ্য অনুযায়ী এই সংখ্যাটা ছিল ৬৮৪ জন৷ ফলে একদিনের হিসেবে কিছুটা কমেছে আক্রান্তের সংখ্যা৷ তবে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৬ জন৷ এদিকে শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ২১ জনের৷ শনিবার এই সংখ্যাটা ছিল ২০ জনে৷ তবে এই পর্যন্ত মৃতের সংখ্যাটা প্রায় সাড়ে ৯ শত৷ রবিবারের তথ্য অনুযায়ী, কলকাতায় মোট মৃতের সংখ্যা ৯৪৮ জন৷

আরও পড়ুন, পারদ চড়ল ফের কলকাতায়, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

অপরদিকে, কলকাতায় এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৬৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩৩ জন৷  শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪১ জন৷ একদিনে বেড়েছে ৬১ জন৷ রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৩৯ জন৷ শনিবারের থেকে কম৷  এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৫৪ জনে তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৭৫ জন৷ একদিনে বেড়েছে ৮৮৯ জন৷ একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৫ জন৷ শনিবারের বুলেটিনে মৃতের সংখ্যাটা ছিল ৫১ জন৷ সেই তুলনায় আজ রবিবার মৃতের সংখ্যাটা বেশি৷ তবে এই পর্যন্ত মোট মৃতের সংখ্য়া ২,০৫৯ জন৷

 

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ