চিটফান্ড কাণ্ডে তদন্তকারী অফিসারকে বদলি, সিবিআই-র শীর্ষকর্তাকে পাঠানো হল দিল্লিতে

  •  সিবিআইয়ের  শীর্ষকর্তাকে কলকাতা থেকে দিল্লিতে বদলি 
  •   পঙ্কজ শ্রীবাস্তব বাংলার জন্য গুরুত্বপূর্ণ একজন অফিসার 
  •  তাঁর অধীনেই চলছিল সারদা,রোজভ্যালির মামলার তদন্ত 
  •  নতুন যুগ্ম অধিকর্তা না আসা অবধি তিনিই দায়িত্ব সামলাবেন 
     

Ritam Talukder | Published : Jul 25, 2020 9:03 AM IST

চিটফান্ড কাণ্ডে তদন্তকারী সিবিআই-র শীর্ষকর্তাকে বদলি করা হয়েছে। সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে বদলি করে দেওয়া হয়েছে দিল্লিতে৷  সুত্রের খবর,  যতদিন কলকাতা জোনে নতুন যুগ্ম অধিকর্তা আসছেন, ততদিন অবশ্য় পঙ্কজবাবুই অতিরিক্ত দায়িত্ব সামলাবেন৷

আরও পড়ুন, লকডাউনে জোড়াসাঁকোতে ড্রোন উড়িয়ে পুলিশের কড়া নজরদারি, নিউটাউনে নাকাচেকিং-আটক ৫

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সিবিআইয়ের সদর দফতর দিল্লিতে পঙ্কজ শ্রীবাস্তবকে  যুগ্ম অধিকর্তা ট্রেনিং পদে বদলি করা হয়েছে ৷ তবে তিনি কলকাতায় যে পদে ছিলেন তার চেয়ে নতুন পদ অপেক্ষাকৃত গুরুত্বহীন বলেই দাবি ওয়াকিবহাল মহলের৷ উল্লেখ্য, পঙ্কজ শ্রীবাস্তব বাংলার জন্য গুরুত্বপূর্ণ একজন অফিসার৷ এই সিবিআই শীর্ষকর্তার অধীনেই চলছিল সারদা, রোজভ্যালির মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত। এমনকি, তৃণমূলের একাধিক মন্ত্রী-সাংসদের যুক্ত থাকার মামলা নারদা-রও তদন্তও চলছিল পঙ্কজ শ্রীবাস্তবের নজরদারিতেই।


আরও পড়ুন, লকডাউনে কলকাতা বিমানবন্দরে আটকে একদল যাত্রী, খালি পেটে শুধুই অপেক্ষায়


প্রসঙ্গত   সারদা-কান্ডে নড়েচড়ে বসে সিবিআই। এরপর কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের পার্কস্ট্রিটের সরকারি বাসভবনে গিয়ে নোটিশ দেন সিবিআই কর্তারা৷ প্রাক্তন নগরপাল রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানায়, কলকাতা পুলিশের সঙ্গে সংঘাত বাধে৷ এরপর জল গড়া অনেকদূর। কলকাতা পুলিশের একটি দল সেই সময় নিজাম প্যালেসে এই পঙ্কজ শ্রীবাস্তবের সরকারি বাসভবন ঘেরাও করেছিল বলে অভিযোগ৷
 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!