চিটফান্ড কাণ্ডে তদন্তকারী অফিসারকে বদলি, সিবিআই-র শীর্ষকর্তাকে পাঠানো হল দিল্লিতে

Published : Jul 25, 2020, 02:33 PM IST
চিটফান্ড কাণ্ডে তদন্তকারী অফিসারকে বদলি, সিবিআই-র শীর্ষকর্তাকে পাঠানো হল দিল্লিতে

সংক্ষিপ্ত

 সিবিআইয়ের  শীর্ষকর্তাকে কলকাতা থেকে দিল্লিতে বদলি    পঙ্কজ শ্রীবাস্তব বাংলার জন্য গুরুত্বপূর্ণ একজন অফিসার   তাঁর অধীনেই চলছিল সারদা,রোজভ্যালির মামলার তদন্ত   নতুন যুগ্ম অধিকর্তা না আসা অবধি তিনিই দায়িত্ব সামলাবেন   

চিটফান্ড কাণ্ডে তদন্তকারী সিবিআই-র শীর্ষকর্তাকে বদলি করা হয়েছে। সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে বদলি করে দেওয়া হয়েছে দিল্লিতে৷  সুত্রের খবর,  যতদিন কলকাতা জোনে নতুন যুগ্ম অধিকর্তা আসছেন, ততদিন অবশ্য় পঙ্কজবাবুই অতিরিক্ত দায়িত্ব সামলাবেন৷

আরও পড়ুন, লকডাউনে জোড়াসাঁকোতে ড্রোন উড়িয়ে পুলিশের কড়া নজরদারি, নিউটাউনে নাকাচেকিং-আটক ৫

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সিবিআইয়ের সদর দফতর দিল্লিতে পঙ্কজ শ্রীবাস্তবকে  যুগ্ম অধিকর্তা ট্রেনিং পদে বদলি করা হয়েছে ৷ তবে তিনি কলকাতায় যে পদে ছিলেন তার চেয়ে নতুন পদ অপেক্ষাকৃত গুরুত্বহীন বলেই দাবি ওয়াকিবহাল মহলের৷ উল্লেখ্য, পঙ্কজ শ্রীবাস্তব বাংলার জন্য গুরুত্বপূর্ণ একজন অফিসার৷ এই সিবিআই শীর্ষকর্তার অধীনেই চলছিল সারদা, রোজভ্যালির মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত। এমনকি, তৃণমূলের একাধিক মন্ত্রী-সাংসদের যুক্ত থাকার মামলা নারদা-রও তদন্তও চলছিল পঙ্কজ শ্রীবাস্তবের নজরদারিতেই।


আরও পড়ুন, লকডাউনে কলকাতা বিমানবন্দরে আটকে একদল যাত্রী, খালি পেটে শুধুই অপেক্ষায়


প্রসঙ্গত   সারদা-কান্ডে নড়েচড়ে বসে সিবিআই। এরপর কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের পার্কস্ট্রিটের সরকারি বাসভবনে গিয়ে নোটিশ দেন সিবিআই কর্তারা৷ প্রাক্তন নগরপাল রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানায়, কলকাতা পুলিশের সঙ্গে সংঘাত বাধে৷ এরপর জল গড়া অনেকদূর। কলকাতা পুলিশের একটি দল সেই সময় নিজাম প্যালেসে এই পঙ্কজ শ্রীবাস্তবের সরকারি বাসভবন ঘেরাও করেছিল বলে অভিযোগ৷
 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ