ফের করোনা মোকাবিলায় রাজ্য়কে সুরক্ষা দিতে গিয়ে আক্রান্ত এক পুলিশকর্মী। সূত্রের খবর,জোড়াবাগান থানার ট্রাফিক গার্ডের এক কনস্টেবল করোনা আক্রান্ত। এই মুহূর্তে তিনি এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন, আরজি করের এমার্জেন্সি বিভাগের ১১ তলার উপর থেকে মরণঝাঁপ, ঘটনাস্থলেই মৃত্যু চিকিৎসকের
জানা গিয়েছে, ,জোড়াবাগান থানার ট্রাফিক গার্ডের এক কনস্টেবলের সম্প্রতি নমুনা পরীক্ষা করা হয়। এরপরই তার করোনা রিপোর্ট, পজিটিভ আসে৷ এই মুহূর্তে এমআর বাঙ্গুর হাসপাতালে ওই পুলিস কর্মীর চিকিৎসা চলছে৷ ওই পুলিশকর্মীর সংস্পর্শে কারা কারা এসেছেন, তৈরি করা হচ্ছে তার তালিকা। এরপর চিহ্নিত ব্যক্তিদের পাঠানো হবে কোয়ারেন্টাইনে৷
উল্লেখ্য়, এর আগেও একাধিক পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ এদের মধ্যে বড়তলা থানায় এক পুলিশ কর্মীও আছেন৷ ছুটিতে থাকাকালীন তার উপসর্গ দেখা দেয়৷ তারপর ভর্তি করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে৷ পরিবারের সদস্যদের রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে৷ এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হন গার্ডেনরিচ থানার ওসি৷ জ্বর ও কাশি নিয়ে গার্ডেনরিচ থানার ওসি হাসপাতালে ভর্তি হন৷ এরপর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ তার পরিবারকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে৷ এবং ওই পুলিশ আধিকারিকের সংস্পর্শে আসা পুলিশ কর্মীদেরও পাঠানো হয় কোয়ারেন্টাইনে৷
আরও পড়ুন, মেয়ের দেহ আগলে একা বসে রইলেন অসহায় মা, প্রতিবেশীরা করোনা-আতঙ্কে দিলেন দরজা বন্ধ করে
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর
রাজ্য়ে একাধিক করোনা রিপোর্ট 'ফলস' নেগেটিভ, কী বলছেন চিকিৎসকরা
রিপোর্ট 'নেগেটিভ' -পাঠানো হল বাড়ি, ভূল থাকায় ফের ডাক, বাঙ্গুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের