বুধবার সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল ৷ ১ অগাস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া ৷ তবে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে ৷ মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
আরও পড়ুন, 'জীবনের প্রথম অ্যাকাডেমিক মাইলস্টোন অতিক্রমের জন্য অভিনন্দন', শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যারা নিজেদের স্কুলে ভর্তি হবেন ১ অগাস্ট থেকে ১০ ই আগস্টের মধ্যে সেই ব্যবস্থা করা হবে ৷ তবে কোনও পড়ুয়া যদি নিজের স্কুলে না পড়ে অন্য স্কুলে পড়তে চান সেক্ষেত্রে ১১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালাবে স্কুল ৷ নিজেদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পড়ুয়ারা ৷ তবে বিষয়ভিত্তিক অ্যাডমিশনের ক্ষেত্রে নির্দিষ্ট নম্বরের বিষয়টি স্কুলের উপরেই দায়িত্ব দিয়েছে শিক্ষা দফতর ৷ স্কুলে ভর্তির ক্ষেত্রেও করোনা পরিস্থিতিতে অভিভাবকদেরই সম্পূর্ণ করোনা স্বাস্থ্য বিধি মেনে আসতে হবে ৷ পড়ুয়াদের বদলে তারাই মার্কশিট ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য স্কুলে আসবেন ৷ স্কুলগুলিও স্যানিটাইজেশনের পর সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন ৷ এবার অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ। ২২ ও ২৩ জুলাই স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, মাধ্যমিকে পাসের হারে ফের রেকর্ড, গতবারের পাসের হারকেও পিছনে ফেলল ২০২০
অপরদিকে, মাধ্যমিক উত্তীর্ণদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ট্যুইট করে তিনি লিখেছেন, 'মাধ্যমিকের সফল পরীক্ষার্থীদের অভিনন্দন। রাজ্যকে গর্বিত করার ক্ষমতা ও প্রতিভা তোমাদের সকলের মধ্যে রয়েছে। ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা। সফল পরীক্ষার্থীদের পাশে থেকে সঠিক পথ দেখানোর জন্য শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন।'
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের