করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

Published : Jun 14, 2020, 09:57 AM ISTUpdated : Jun 14, 2020, 10:16 AM IST
করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

সংক্ষিপ্ত

  করোনা আক্রান্ত বেলুড় মঠের এক মহারাজ  জ্বর,কাশি সহ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন  মঠ সিল করে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে  আপাতত মঠ খোলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা 


করোনা আক্রান্ত বেলুড় মঠের এক মহারাজ। বছর আটাত্তরের ওই মহারাজ গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন।  নমুনা পরীক্ষা করতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদিকে মহারাজ বাইরে বেরোতেন না। তাই কীভাবে আক্রান্ত হলেন তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। এদিকে বেলুড় মঠ খোলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা।

আরও পড়ুন, বঙ্গের বাকি অংশে মৌসুমি বায়ু প্রবেশের পূর্বাভাস, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

 বেলুড় মঠের ওই মহারাজ জ্বর,কাশি সহ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। সেই সময় মঠের ভিতরেই তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার তাঁর শ্বাসের সমস্যা বাড়ে। শ্বাসকষ্ট শুরু হলে মহারাজকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরেই তাঁর নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। মহারাজের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  ওই মহারাজের সংস্পর্শে কারা কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তাঁদের আইসোলেশনে পাঠানো হবে।

আরও পড়ুন, বনবিবির পূজো দিয়ে শুরু, বাংলার টাটকা ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা


অপরদিকে, ১৫ জুন অর্থাৎ সোমবার বেলুড় মঠ খোলার কথা ছিল। তবে মহারাজের করোনা সংক্রমণ হতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। মঠ সিল করে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। আপাতত তাই বেলুড় মঠ খোলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।  

 

 

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

PREV
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা