সংক্ষিপ্ত

  •  ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা  
  • ইতিমধ্যেই  মাছের বরফ ও ইঞ্জিনের তেল নেওয়ার কাজ শুরু 
  • সমুদ্রে পাড়ি দেওয়ার আগে ট্রলার গুলিতে পুজো করা হয় 
  • বনবিবির পূজো দিয়ে, ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি 
     

হাতে গোনা আর মাত্র তিনটে দিন পরই, এরপরেই ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। প্রস্তুতিও প্রায় শেষের পথে।   সমুদ্রে পাড়ি দেওয়ার আগে ট্রলার গুলিতে পুজো করা হয়। সেই পুজো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুজো শেষ হলে, কাকদ্বীপের ট্রলার গুলি নামখানার ট্রলার ঘাটের উদ্দেশ্যে পাড়ি দেবে। 

আরও পড়ুন, পারদ নামলেও আদ্রতা জনিত অস্বস্তি থাকছেই, কলকাতা সহ রাজ্য়ে ভারী বৃষ্টির পূর্বাভাস


সরকারি নির্দেশ অনুযায়ী ১৪ই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি থাকে। তবে ১৫ই জুন থেকে পশ্চিমবঙ্গের সব ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেয়। সমুদ্রে পাড়ি দেওয়ার আগে জাল সারানো ও ট্রলারের কাছি সারানোর কাজ শেষ করে, ইতিমধ্যেই ট্রলার গুলি মাছের বরফ ও ইঞ্জিনের তেল  নেওয়ার কাজ শুরু করেছে।  সমুদ্রে পাড়ি দেওয়ার আগে ট্রলার গুলিতে পুজো করা হয়। সেই পুজো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুজো শেষ হলে, কাকদ্বীপের ট্রলার গুলি নামখানার ট্রলার ঘাটের উদ্দেশ্যে পাড়ি দেবে। এরপরই আড়াই ঘন্টা ট্রলার চালিয়ে তাঁরা যাবেন কালী স্থানে। কালীস্থানে বনবিবির পূজো দিয়ে, প্রতিটি ট্রলার ইলিশের সন্ধানে পাড়ি দেবে গভীর সমুদ্রে।  যদিও এ বছর সব ট্রলারগুলি ১৫ই জুন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিতে পারবে না। 

আরও পড়ুন, করোনা নেগেটিভ হলেও থাবা বসাল ডেঙ্গু, কলকাতায় আক্রান্ত ১৩ বছরের কিশোর সহ এক প্রৌঢ়


সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান 'দীর্ঘদিন লকডাউন থাকার কারণে, শ্রমিকের অভাবে সব ট্রলারগুলি জাল সারাইয়ের কাজ শেষ করে উঠতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই ১৫ই জুন সব ট্রলার সমুদ্রে পাড়ি দিতে পারবে না। তবে আগামী কয়েকদিনের মধ্যেই বাকি সব ট্রলার গুলি ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবে।'

 

 

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি