করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড রাজ্যের, একদিনে আক্রান্ত প্রায় ১২০০

  • করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়ল রাজ্য 
  • গত ২৪ ঘণ্টায়  নতুন করে আক্রান্ত হল ১১৯৮ জন 
  • করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ২৬ জনের 
  •  রাজ্য মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১০৯ 

Ritam Talukder | Published : Jul 11, 2020 5:03 AM IST

রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রথমবারের জন্য ১০০০ ছাড়িয়েছিল৷ গত চব্বিশ ঘণ্টায় সেই রেকর্ডও ভেঙে গিয়েছে৷ গত চব্বিশ ঘণ্টায়  রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ১১৯৮ জন৷

আরও পড়ুন, ফোন করলেই বাড়ি পৌঁছবে 'চলমান বাজার', মুদি থেকে সবজি-মাছ-মাংসের বিপুল সম্ভার


 রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ১১৯৮ জন৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ২৬ জনের৷ এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন৷ মৃত্যু হয়েছে ১৩ জনের৷ এছাড়াও উত্তর চব্বিশ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা ৩২৮৷ ওই জেলায় মৃত্যু হয়েছে ৬ জনের৷ হাওড়াতেও মারা গিয়েছেন ৪ জন৷ এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেল৷ রাজ্য মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১০৯৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮০৷ এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৮৮৮১৷ সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৩.৯৯ শতাংশ৷

আরও পড়ুন, উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতির সঙ্গে ধ্বস নামার আশঙ্কা, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস


অপরদিকে, বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১০,৮০৫টি৷  এবং এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জনের৷ প্রতি মিলিয়নে টেস্ট ৬,৪৮১ জন৷  এবং এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫২টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ২টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ অপরদিকে, বাংলায় ৮০ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৬ টি হাসপাতাল ও ৫৪ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি এবং ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

 

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!