গনেশ পুজোর আগের দু'দিন লকডাউন, কেনাকাটি করতে গিয়ে হিমশিম শহরবাসীর

  • চলতি বছরে ২২ আগস্ট গণেশ পুজো 
  • গনেশ পুজোর আগে দুদিন লকডাউন 
  • কেনাকানি নিয়ে উদ্বেগ বাড়ছে শহরবাসীর 
  • বড় গণেশের উপর নজর কলকাতা পুলিশের 

Ritam Talukder | Published : Aug 16, 2020 7:42 AM IST / Updated: Aug 16 2020, 01:20 PM IST

গনেশ পুজোর আগে দুদিন লকডাউন। চলতি বছরে ২২ আগস্ট গণেশ পুজো। তার আগে দুই দিন, অর্থাৎ ২০ ও ২১ আগস্ট রাজ্যে লকডাউন।  যার দরুন যোগাড়-যন্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে  শহরবাসীর। তাই বেশিরভাগ গণেশ পুজোর উদ্যোক্তা অনেকটা আগেই প্রতিমা নিয়ে আসবেন মণ্ডপে। 

প্রস্তুত কলকাতা মেট্রো অ্যাপ, অনলাইন রিচার্জ-সহ মিলবে মোট ১৮ টি পরিষেবা


সাধারণত পুজোর একদিন আগেই মণ্ডপে নিয়ে আসা হয় গণেশ প্রতিমা। কিন্তু এই বছর ২২ আগস্ট গণেশ পুজো। তার আগে দুইদিন, অর্থাৎ ২০ ও ২১ আগস্ট লকডাউন। ফলে এই দুই দিন কোনওমতেই কুম্ভকারের ঘর থেকে প্রতিমা নিয়ে আসা সম্ভব নয়। তাই বেশিরভাগ গণেশ পুজোর উদ্যোক্তা ১৮ অথবা ১৯ আগস্ট প্রতিমা নিয়ে আসবেন মণ্ডপে। অনেকে আবার ২২ তারিখ ভোরেও মণ্ডপে আনতে পারেন গণেশ প্রতিমা। তাই জোগাড় যন্ত্র নিয়ে রীতিমত চাপে রয়েছে সকলেই। তবে এই বছর গনেশ পুজোতে  উদ্যোক্তারাও করোনা বিধি মেনে চলার উপরে জোর দিচ্ছেন। যাতে প্রত্যেক দর্শনার্থীরা মাস্ক পরে মণ্ডপে আসেন।

আরও পড়ুন, ফিরিয়ে দিল রাজ্যের ৫ সরকারি হাসপাতাল, চরম অবহেলায় মৃত্যু স্নায়ুরোগীর

অপরদিকে, এই মুহূর্তে  মঙ্গল ও বুধবার থেকেই বড় গণেশের উপর নজর থাকবে কলকাতা পুলিশের। কারণ তিনেক বছর আগে কলকাতায় বড় গণেশ প্রতিমা বিসর্জনের সময় ঘটেছিল বিপর্যয়। মধ্য কলকাতার নিউ মার্কেটের একটি ক্লাব গণেশ পুজোর আয়োজন করে। প্রতিমার উচ্চতা ছিল কুড়ি ফুটের উপর। বিসর্জনের সময় গঙ্গার ঘাটের কাছে রেলের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই বড় প্রতিমা। প্রাণ হারান ক্লাবের তিনজন কর্মকর্তা ও সদস্য। আহত হন ৬ জন। এই ঘটনার পর থেকেই সতর্ক হয়েছে পুলিশ। সাজসজ্জা-সহ যাতে প্রতিমার উচ্চতা কোনওমতেই ১৮ ফুটের বেশি না হয়, সেদিকে দেওয়া হচ্ছে  কড়া নজর। 
 

    

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

Share this article
click me!