মানসিক চাপ কমাতে ভিডিও কলিংয়ে কথা হোক কোভিড রোগী ও পরিবারের, নয়া নির্দেশিকা রাজ্যের

  • ভিডিও-কলেই কথা হোক করোনা রোগী ও পরিবারের 
  • আত্মীয়দের মানসিক চাপ কাটাতে হবে হাসপাতালকেই 
  • পরিবারের মানসিক চাপ কাটাতে কাউন্সেলিং করতে হবে 
  • কোভিড চিকিত্‍সায় নতুন করে নির্দেশিকা রাজ্যের 

Asianet News Bangla | Published : Jul 25, 2020 5:33 AM IST / Updated: Jul 25 2020, 11:07 AM IST

করোনা আক্রান্তদের চিকিত্‍সায় সরকারি প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কি না, সেটা দেখতে টিম গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। করোনা পজিটিভ রোগী ও তাঁর আত্মীয়দের টেনশন এবং মানসিক চাপ কাটাতে নয়া নির্দেশিকায় ভিডিও কলিংয়ে জোর দেওয়া হয়েছে।  নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন করোনা রোগীর সঙ্গে আত্মীয়দের ভিডিও কলিংয়ের  মাধ্যমে কথা বলানোর ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই।

আরও পড়ুন, কোভিড রুখতে রাজ্য়ের 'সেফ হোম' মডেলেই চলুক গোটা দেশ, জানান আইসিএমআর কর্তা

নির্দেশিকায় জানানো হয়েছে, একদিকে যেমন প্রতিদিন করোনা রোগীর সঙ্গে আত্মীয়দের ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলানোর ব্যবস্থা করতে হবে, তেমনই রোগীর পরিবারের মানসিক চাপ কাটাতে প্রতিনিয়ত তাঁদের কাউন্সেলিং করতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই। আক্রান্তের শরীরির অবস্থা কেমন, কতদিনে তিনি সুস্থ হবেন, এইসব বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে রোগীর পরিবারকে। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে কোভিড এবং নন কোভিড রোগীদের মধ্যে সঠিক সামাজিক দূরত্ব ঠিকমতো মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, ২ দিনের লকডাউনে কলকাতা বিমানবন্দরে বন্ধ যাত্রীবাহি বিমান পরিষেবা, মিলবে কি টিকিটের টাকা


প্রসঙ্গত কোভিড আক্রান্তদের চিকিত্‍সায় সরকারি প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কি না, সেটা দেখতে টিম গঠন করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জেলার কোভিড হাসপাতালগুলি ঘুরে রিপোর্ট দিয়েছে সেই মনিটরিং টিম। সেখানে দেখা গিয়েছে, প্রোটোকল মানছে না শহরের বেশ কয়েকটি হাসপাতাল। তাই শুক্রবার প্রতিটি সরকারি কোভিড হাসপাতালের সুপার, বেসরকারি হাসপাতালের ডিরেক্টর অথবা সিইও এবং প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে নয়া নির্দেশনামা পাঠানো হয়েছে। উল্লেখ্য,  সামান্য শ্বাসকষ্টেই রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়ার বিকল্প হিসেবে হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে ধেখা গিয়েছে, অতিরিক্ত ভেন্টিলেশনে নিতে গিয়েই বিপদ বাড়ছে।
 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!