কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

Published : Jun 19, 2020, 02:37 PM IST
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি,  কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

সংক্ষিপ্ত

কলকাতায় লাফিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা   কলকাতায় কনটেইনমেন্ট জোন বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭টি   প্লেন ও পরিযায়ীদের নিয়ে ট্রেন আসার পরই আক্রান্তের সংখ্যা বেড়েছে  নবান্নে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা


কলকাতায় লাফিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা।  কলকাতায় কনটেইনমেন্ট জোন বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭টি। বিদেশ থেকে আসা প্লেন ও পরিযায়ীদের নিয়ে ট্রেন আসার পরই আক্রান্তের সংখ্যা বেড়েছে। নবান্নে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। একদিনে নতুন করে কলকাতায় ফ্ল্য়াট বা বাড়ির কনটেইনমেন্ট জোন  চিহ্নিত হয়েছে ১৮০টি।

আরও পড়ুন, 'কোভিড রোগী ফেরানো যাবে না', বিল নিয়েও বেসরকারি হাসপাতালকে কড়া বার্তা রাজ্য সরকারের

কলকাতায় ক্রমশ কনটেইনমেন্ট জোনের সংখ্যা। তারই সঙ্গে সংক্রমণ রোখা যাচ্ছে না কেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই প্রসঙ্গে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, 'বিদেশ থেকে আসা প্লেন ও পরিযায়ীদের নিয়ে ট্রেন এরাজ্যে আসার পরই আক্রান্তের সংখ্যা বেড়েছে। এছাড়াও  আমফানের পর সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। যার ফলে সংক্রমণ বেড়েছে।'

আরও পড়ুন, কোভিডেও 'ব্যবসা ফাঁদছে' বেসরকারি হাসপাতাল, ধমক দিয়ে পাঁচ নির্দেশ নবান্নের

করোনা সংক্রমণের নিরিখে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা। প্রসঙ্গত বুধবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৩০০ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ জন। এরমধ্যে কলকাতায় মোট আক্রান্ত ৪,০৮৯ জন। মোট মৃত ৩০৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্ত ২,১৮৩ জন।

 

 

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

PREV
click me!

Recommended Stories

Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা
“এরা চক্রান্ত করে আমাকে খুন করিয়ে দিতে পারে”! মমতার দিকে নিশানা হুমায়ুন কবীরের?