গন্ধে গুলিয়ে উঠল গা, বেহালায় বৃ্দ্ধের পচা-গলা দেহ ঘিরে ছড়াল করোনা আতঙ্ক

  •  বেহালা বৃ্দ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য 
  •  প্রায় ৫ দিন পর খোঁজ মিলেছে পল্লব কান্তি ঘোষের 
  •   পুলিশ এসে উদ্ধার করল বৃদ্ধের পচা-গলা দেহ 
  •   মৃত্যু ঘিরে এলাকায় ছড়িয়েছে করোনা আতঙ্ক 
     

Ritam Talukder | Published : Sep 21, 2020 10:05 AM IST / Updated: Sep 21 2020, 03:36 PM IST


 বেহালা বৃ্দ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। সোমবার সকাল বেলায় হঠাৎ পচা-গলা গন্ধে নাজেহাল বেহালা থানার নন্দনা পার্ক এলাকার বাসিন্দারা। করোনা নিয়ে কিন্তু কিন্তু থাকলেও শেষমেষ সাহস করে পুলিশে খবর দিল এলাকাবাসী। প্রায় ৫ দিন পর উদ্ধার হল বৃদ্ধের পচা-গলা দেহ। এদিকে মৃত্যু ঘিরে এলাকায় ছড়িয়েছে করোনা আতঙ্ক।

আরও পড়ুন, নেট পরীক্ষা হবে পুজোর পরেই, বাঙালির উৎসবকে গুরুত্ব দিল কেন্দ্র
 

 প্রায় ৫ দিন পর খোঁজ পাওয়া গেল বছর পয়ষট্টির পল্লব কান্তি ঘোষের। সূত্রের খবর, বেহালা থানার নন্দনা পার্কের ৫ নম্বর কবিগুরু সরণী এর দুতলা বাড়িতে থাকতেন বছর পয়ষট্টির  পল্লব কান্তি ঘোষ। সোমবার সকালে বেহালা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে দোতলাতে ওঠে। তারপরেই সন্ধান মেলে। দেখা যায়, বাথরুমের মধ্যে মৃত অবস্থায় পরে রয়েছে বৃদ্ধ। একে করোনার আতঙ্ক তারপর এই অস্বাভিক মৃত্যুতে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পুলিশ ভিতরে গিয়ে দেখে মৃত দেহ   পঁচে-গলে গিয়েছে।

আরও পড়ুন, জলঙ্গীতে NIA হানা দিতেই পালাল সপ্তম জঙ্গি, ধৃত ৬ জঙ্গিকে দিল্লিতে জেরার সম্ভাবনা

 প্রতিবেশীদের বক্তব্য, শেষবার পল্লব কান্তি ঘোষকে বেহালা থানার নন্দনা পার্ক এলাকায় ১৭ তারিখ দেখা গিয়েছে। এদিকে মৃতদেহতে গলায় কাপড় জড়ানো আছে। যার জেরে উঠেছে বৃদ্ধের মৃত্যু ঘিরে বেড়ে ধোয়াশা। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বেহালা থানার পুলিশ।

 

আরও পড়ুন, বার্গারে ফাঙ্গাস, চটে লাল মিমি

 

      

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

Share this article
click me!