ফের বেহালায় করোনা আতঙ্ক। এবার একদম দায়িত্বহীনতার কাজ করলেন বেহালার এক খেলনার দোকানের মালিক। তিনি করোনা আক্রান্ত হওয়ার পরেও বাড়ির নীচের দোকান খোলা রেখে দিলেন। লোকজনও না জানতে পেরে দিব্য়ি অবাধে যাতায়াত করছে।
আরও পড়ুন, করোনা আতঙ্কে এগিয়ে এল না কেউ, ৬ ঘণ্টা ধরে পড়ে বিনা চিকিৎসায় মৃত্যু বৃদ্ধার
বারবার শিরোনামে উঠে আসছে বেহালা। বেহালা ১৪ নম্বর এর পাশে একটি বিল্ডিং-এ করোনা ধরা পড়েছে। সেই বিল্ডিংয়ের নিচে বাচ্চাদের একটি খেলনার দোকান আছে। এই দোকানের মালিকের করানো হয়েছে। মালিক বাড়ির ওপরে আছে, এদিকে নিচে দোকান খোলা রেখেছে। অবাধে খরিদ্দার যাতায়াত করছে। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে এলাকার বাসিরা। অবশেষে সোমবার আক্রান্ত ওই ব্য়াক্তিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে স্বাস্থ্য় দফতর থেকে লোক এসেছে।
আরও পড়ুন, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সর্তকতা জারি
অপরদিকে, প্রসঙ্গত সোমবার বেহালারই অন্য় প্রান্তে আরও এক ভয়াবহ ঘটনা ঘটেছে। বেহালা সাহাপুর মেনরোডে করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে এখনও অবধি তাঁর দেহ বাড়িতে পড়ে রয়েছে। বাকি ৬ সদস্যও করোনা আক্রান্ত, আতঙ্কিত এলাকাবাসী। প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ।
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের