নির্ধারিত হল তিনটি সম্ভাব্য দিন, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্বেগ দূর করতে সক্রিয় শিক্ষামন্ত্রী

উচ্চমাধ্যমিকের পরীক্ষা থমকে গিয়েছিল করোনাভাইরাস মহামারিতে

তারপর ২ মাসের বেশি সময় পার হয়ে গিয়েছে

প্রায় ১২টি বিষয়ের পরীক্ষা ছিল বাকি

তার জন্য নতুন তিনটি দিন ঘোষণা করল রাজ্য সরকার

 

উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলার মধ্যেই রাজ্যে হানা দিয়েছিল করোনাভাইরাস। তারপর প্রথমে ২ সপ্তাহের লকডাউন জারি করা হয়েছিল। ক্রমে সেই লকডাউনের মেয়াদ বেড়ে ২ মাসের বেশি সময় পার হয়ে গিয়েছে। এদিকে উচ্চমাধ্যমিকের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা বাকি থাকায় ছাত্র-ছাত্রীরা ছিলেন উদ্বেগে। এই অবস্থায় ওই বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়ার জন্য ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই - এই তিনটি সম্ভাব্য দিনের কথা জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কোন তারিখে কোন পরীক্ষা হবে, তা পরবর্তীতে বিশদে জানানো হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ শুরু হয়েছিল করোনা পূর্ব পৃথিবীতে। পরের দুই মাসে অনেকটা বদলে গিয়েছে সবকিছু। এদিন শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কোনও পরীক্ষাকেন্দ্রেই যাতে ৮০ থেকে ১০০-র বেশি পরীক্ষার্থী না থাকে, সেইরকমভাবেই ব্যবস্থা করা হচ্ছে। এরজন্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ২৫০০ সেন্টার চিহ্নিত করা হয়েছে। পরীক্ষাকেন্দ্র বাছাই-এর ক্ষেত্রে খেয়াল রাখা হচ্ছে পরীক্ষার্থীরা যাতে নিজেরাই স্থানীয় যানবাহনের বন্দোবস্ত করে কেন্দ্রে পৌঁছতে পারেন।

Latest Videos

এছাড়া পরীক্ষাকেন্দ্রে ফেস মাস্ক পরে যাওয়াটা বাধ্যতামূলক। সেইসঙ্গে তাদের সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের বোতল থাকতে হবে। সেই স্যানিটাইজার পরীক্ষার্থীদেরই আনতে হবে, না শিক্ষা দফতর থেকে দেওয়া হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এর সঙ্গে সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এই তিনদিনে যথাক্রমে ২ লক্ষ ৭ হাজার, ২ লক্ষ ১৬ হাজার এবং ২ লক্ষ ৪৪ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্ট্যান্সি, ইকোনমিক্স, জার্নালিজম, বিভিন্ন ভাষার পরীক্ষা মিলিয়ে মোট প্রায় ১২টি বিষয়ের পরীক্ষা বাকি। তাই এই মুহূর্তে ওই সম্ভাব্য তিনটি দিনই ঠিক করা হয়েছে। এবার বাকি সূচি তৈরি করা হবে।

Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M