কুমোরটুলিতে পুজোর পরশ, উমা যাচ্ছেন সপরিবারে ক্যাঙ্গারুর দেশে

  • করোনা-আমফান পেরিয়ে পুজোর ছোঁওয়া কুমোরটুলিতে 
  • বুধবার ক্যাঙ্গারুর দেশে পাড়ি দেবে মা দুর্গা 
  • আরও এক মা দুর্গা পাড়ি দেবে ট্রাম্পের দেশে  
  • পাড়ি দেওয়ার জন্য ইতিমধ্য়ে প্যাকিং শুরু করছেন শিল্পীরা 
     

বুধবার ক্যাঙ্গারুর দেশে পাড়ি দেবে মা দুর্গা। কুমোরটুলির আরও এক মা দুর্গা অপেক্ষায় ট্রাম্পের দেশে যাওয়ার। আনলক করব শুরু হতেই কিছুটা ভাগ্য ফিরল কুমোরটুলির। লকডাউনে কার্যত বিপর্যস্ত কুমোরটুলির শিল্পী পরিবার। সেই অন্ধকার থেকেই একটু আলোর দিশা।

আরও পড়ুন, করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

Latest Videos


কুমোরটুলি শিল্পী কৌশিক ঘোষ এর দেবী দুর্গার মূর্তি যাচ্ছে বিদেশে। করোনা আবহেই সানি চার্জ করে মা দুর্গাকে ভিনদেশে পাড়ি দেওয়ার জন্য প্যাকিং করছেন শিল্পীরা।তবে অন্যান্যবার ৩০ টি বা তার বেশি প্রতিমা ভিনদেশে পাড়ি দেয় কৌশিক বাবুর। এ বছর তা কমে দাঁড়িয়েছে আট। কম হলে তবুও তো যাচ্ছে। জানা গিয়েছে, ৮ ফুটের ফাইবারের দুর্গা কার্তিক,গণেশ, লক্ষ্মী,সরস্বতীকে জাহাজে করে নিয়ে যাওয়া হবে। বিদেশ থেকে আসা প্রতিমার বরাতও এবার অন্যবারের তুলনায় বেশ কম। যে সমস্ত প্রবাসীরা গত বছর নভেম্বর, ডিসেম্বরে অর্ডার দিয়েছিলেন, সেই প্রতিমায় বিদেশে পাড়ি দেওয়া শুরু করছে সোমবার। গায়ে শাড়ি, জরির গয়না, মাথায় মুকুট পরে সাজগোজ সম্পূর্ণ। এখন শুধু যাওয়ার অপেক্ষা দশ হাতে দশ রকমের অস্ত্র নিয়ে দশপ্রহরণধারিণী। মেলবোর্ন ছাড়াও জার্মানি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ডেও লকডাউনের মধ্যেই রওনা হবে মা দুগ্গা।

আরও পড়ুন, বাংলার কিছু শপিংমলে চালু হল এবার প্রবেশমূল্য়, ভিড় নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ


  অপরদিকে আবার এবছরে শহরের কোন ক্লাবের বাজেটে অনেকটা পরিমাণে বাজেটে ছাঁটা হয়েছে। কারণ শহরে একাধিক নাম করা পুজো কমিটিগুলি করোনা সঙ্কটে শহরের পাশে সাহায্য়ের হাত রেখেছে।  জানা গিয়েছে, চলতি বছরে  দুর্গাপুজোর  বাজেটে একডালিয়া এভারগ্রীন ৫০ শতাংশ ছাঁটতে চলেছেন। চেতলা অগ্রনী ৮০ শতাংশ ছাঁটতে চলেছেন। বালিগঞ্জ কালচারাল ৬০ শতাংশ ছাঁটতে চলেছেন। ত্রিধারা সম্মেলনী ৭০ শতাংশ ছাঁটতে চলেছেন। তবে শ্রীভুমি স্পোর্টিং এবং যোধপুর পার্ক সার্বজনীন  পূজা বাজেট নিয়ে মিটিং হয়নি। নাকতলা উদয়ন সংঘ ৫০ শতাংশ ছাঁটতে চলেছেন । পঁচানব্বই পল্লী ৭৫ শতাংশ ছেঁটেছেন।  কলেজ স্কোয়ার  ৯০ শতাংশ ছাঁটতে চলেছেন। তবে শুধু কলকাতার নামী পুজা নয়, শহরের কমবেশি সব পুজোকমিটিই  তাদের বাজেটে অনেকাংশেই ছেঁটে ফেলেছেন।

 

 

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী