বাংলায় আমফানের রেশ যেতে না যেতেই নিম্নচাপের জেরে টানা বৃষ্টি লেগেই আছে। তার উপর হাওয়া অফিস জানিয়েছে বর্ষা আসতে আর দেরি নেই। আর এর জেরেই কলকাতার কিছু এলাকা ফের জলমগ্ন হবে। তবে এবার আগে থাকতেই সজাগ হল কলকাতা পুরসভা।
আরও পড়ুন, বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি-র আরও এক শীর্ষ নেতা গ্রেফতার, ফের বড় সাফল্য এসটিএফের
সামনেই বর্ষাকাল, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ১১ থেকে ১২ তারিখের মধ্য়েই সিকিম, উড়িষ্য়া, পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে পড়বে। বর্ষাকালের আগে দক্ষিণ কলকাতার বেহালা ঠাকুরপুকুর পাশাপাশি মহেশতলা এলাকায় জল জমে। তাই এবার বর্ষাকালে যাতে জল না জমে তার জন্য যে খালের উপর নির্ভরশীল এখানকার নিকাশি ব্যবস্থা সেই মনির খান ও চরিয়ালখাল পরিদর্শনে আসেন ফিরহাদ হাকিম। তিনি সোমাবার বেলা ১১ টার সময় মনিখাল সংলগ্ন বুস্টারপাম্পিং স্টেশন ঘুরে দেখেন।এবং খাল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তারক সিং এবং অঞ্জন দাস।
আরও পড়ুন, স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা নিষেধ, কর্মীদের নিরাপত্তা চেয়ে চিঠি পূর্ব রেলের
অপরদিকে, সেখানে গিয়ে মনিখাল সংলগ্ন বুস্টারপাম্পিং স্টেশন ঘুরে দেখার পর, কর্পোরশনের ইঞ্জিনিয়ারদের পরিস্কার নির্দেশ দেন। বর্ষার আগে যত তাড়াতাড়ি সম্ভব খাল সংস্কার করতে হবে বলে জানান ফিরহাদ হাকিম।
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী
বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর
কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ