'মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ', থার্মাল চেকিং করেই অনুমতি মিলছে বিকাশ ভবনে

Published : Jun 08, 2020, 01:11 PM ISTUpdated : Jun 08, 2020, 04:57 PM IST
'মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ', থার্মাল চেকিং করেই অনুমতি মিলছে বিকাশ ভবনে

সংক্ষিপ্ত

  প্রথম গেটে লাগানো রয়েছে বড়ো বড়ো দুটো প্ল্য়াকার্ড  যেখানে লেখা মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ  যা দেখার জন্য দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষী  ভিতরে ঢুকলেই থার্মাল চ্যাকিং সহ সমস্ত স্বাস্থ্য়বিধি  


সোমবার রাজ্য়ের অধিকাংশ অফিস খুলে গিয়েছে। আবার কোনও অফিস আগেই খুলে গিয়ে কর্মী সংখ্য়া তুলনায় বেড়েছে। তবে বিকাশ ভবনেও সেই আগের চেনা ছবিটা ভেসে আসল। শুধু করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য় বিধি ছাড়া। এখানে যাবতীয় নিয়ম মেনে  তবেই মিলবে ভিতরে যাওয়ার অনুমতি মিলছে। 

আরও পড়ুন, স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা নিষেধ, কর্মীদের নিরাপত্তা চেয়ে চিঠি পূর্ব রেলের


সোমবার বিকাশ ভবনে করোনা রুখতে যাবতীয় স্বাস্থ্য় বিধি মেনে চলা হচ্ছে। বিকাশ ভবনের প্রথম গেটে লাগানো রয়েছে বড়ো বড়ো দুটো প্ল্য়াকার্ড । যেখানে লেখা মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। যা দেখার জন্য দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষী।এর পর ভিতরে ঢুকলেই প্রথমে অস্থায়ী ব্যাসিনে লিকুউইড সাবান দিয়ে হাত ধুতে হবে। হাত ধুয়ে এর পর বিল্ডিংয়ে ঢোকার গেটে থার্মাল চেকিং হাতে স্যানিটাইজার দিয়ে ভিতরে ঢুকতে হবে। লিফটে চার জনের বেশি ওঠা যাবে না। লিফট এর কাছ থেকে শুরু করে যেখানে যেখানে লাইন হওয়ার সম্ভাবনা সেখানে সোশ্যাল ডিস্টেন্স এর দাগ কাটা আছে।

আরও পড়ুন, ৮ জুন থেকে কলকাতায় কী কী পরিষেবা চালু, জেনে নিন বিস্তারিত

অপর দিকে, বিকাশ ভবন চত্বর জুড়ে করোনা সচেতনতা মূলক বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে।কর্মীরাও আসতে শুরু করেছে। রাস্তায় গাড়ির সংখ্যা হলেও আসতে কোনও সমস্যা হয়নি এমনটাই দাবি তাদের। তবে  বিধাননগরে আক্রান্তের সংখ্য়া বেড়ে যাওয়ায় স্বাস্থ্য়বিধি নিয়ে চূড়ান্ত কড়াকড়ি অন্য়ন্য় অফিসেও।
 

 

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে