'নো স্কুল নো ফি'-র দাবিতে অন্ধ্র অ্যাসোসিয়েশন স্কুলের অভিভাবকরা, ছুটল টালিগঞ্জ থানার পুলিশ

 

  • অন্ধ্র অ্যাসোসিয়েশন স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের 
  • তাঁদের দাবি, টিউশন ফি ছাড়া কোনও প্রকার বাড়তি ফি দেবে না  
  •  স্কুল বন্ধ থাকলেও ফি চেয়ে পাঠানোয় ক্ষোভ উগরে দেন অভিভাবকরা 
  • পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে টালিগঞ্জ থানার পুলিশ 
     

Ritam Talukder | Published : Jun 27, 2020 11:43 AM IST / Updated: Jun 27 2020, 05:42 PM IST


'নো স্কুল নো ফি' এই দাবিতে শহরে বিক্ষোভ দেখাল আরও এক স্কুল।  ইতিমধ্যেই দীর্ঘ লকডাউনে অনেকেই আর্থিক অনটনে পড়েছেন। এদিকে শহরের নামীদামি বেসরকারি স্কুলগুলির মোটা টাকা ফি দিতে গিয়ে হিমসিম খাচ্ছে প্রত্য়েকেই। তাই ফি নিয়ে  অভিভাবকদের বিক্ষোভ বেড়েই চলেছে শহরের একের পর এক স্কুলে। আর এবার রাসবিহারী এভিনিউ-এর কাছে অন্ধ্র অ্যাসোসিয়েশন স্কুলের  অভিভাবকরাও বড়সড় বিক্ষোভ দেখালেন।

আরও পড়ুন, নিয়মিত মাতৃদুগ্ধ নিয়ে ১০ দিন পর এল শিশুর মৃত্যুর খবর, ধুন্ধুমার আরজি কর

 

শনিবার রাসবিহারী এভিনিউ সংলগ্ন অন্ধ্র অ্যাসোসিয়েশন স্কুলের  সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। তাঁদের দাবি করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ অনলাইনে ক্লাস চলছে। এইভাবে অনলাইনে বাচ্চারা ঠিকমত পড়াশোনা করতে পারছে না।  এবং তারা কোনও প্রকার বাড়তি ফি দেবে না। তাদের দাবি স্কুল যখন বন্ধ ছিল, তাহলে তাঁরা স্কুলের অন্য কোনও ফি দেবেন না। শুধু টিউশন ফি দিতে রাজি আছেন তাঁরা। বিক্ষোভ বড় আকার ধারণ করলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে টালিগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন, সল্টলেকে বৌ-এর হাতে বেধড়ক মার-সিগারেটের ছ্যাঁকা, যন্ত্রনায় ছটফট করতে করতে থানায় গেলেন স্বামী


প্রসঙ্গত, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে  ইতিমধ্য়েই ফি বৃদ্ধি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিবাদের পথে নেমেছে- দমদম সেন্ট মেরি এন্ড ডে স্কুল,  একে ঘোষ মেমোরিয়াল, নারায়নপুর সেন্ট জোন্স স্কুল, জিডি বিড়লা, তারাতলা নেচার পার্কের বিড়লা ভারতী স্কুল, দিল্লি পাবলিক স্কুল,অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, হরিয়ানা বিদ্যামন্দির, অশোক হাই সেকেন্ডারি স্কুল,  ক্যালকাটা পাবলিক স্কুল, বউবাজারের সেন্ট মাইকেল স্কুলের অভিভাবকরাও।  

 

 

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!