'অনলাইনে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না', 'নো স্কুল নো ফি'-র দাবিতে বিক্ষোভ ডিপিএসে

Published : Jun 26, 2020, 01:33 PM IST
'অনলাইনে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না', 'নো স্কুল নো ফি'-র দাবিতে বিক্ষোভ ডিপিএসে

সংক্ষিপ্ত

  ডিপিএস মেগাসিটি স্কুলের গেটের সামনে অভিভাবকদের বিক্ষোভ   তাঁদের দাবি, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ অনলাইনে ক্লাস চলছে   এইভাবে অনলাইনে বাচ্চারা ঠিকমত পড়াশোনা করতে পাচ্ছে না    স্কুল বন্ধ থাকলেও ফি চেয়ে পাঠানোয় ক্ষোভ উগরে দেন অভিভাবকরা   

'নো স্কুল নো ফি' এই দাবিতে ডিপিএস মেগাসিটি স্কুলের গেটের সামনে অভিভাবকদের ফের বিক্ষোভ। তবে স্কুল কর্তৃপক্ষ কথা বলতেই বিক্ষোভ তুলে নেয় অভিভাবকরা। ইতিমধ্যেই দীর্ঘ লকডাউনে অনেকেই আর্থিক অনটনে পড়েছেন। এদিকে শহরের নামীদামি বেসরকারি স্কুলগুলির মোটা টাকা ফি দিতে গিয়ে হিমসিম খাচ্ছে প্রত্য়েকেই। তাই ফি নিয়ে  অভিভাবকদের বিক্ষোভ দেখা গিয়েছে।   এখনও  অনেক স্কুলে চলছে লাগাতার বিক্ষোভ।

আরও পড়ুন, করোনা বিধি ভাঙলেন ১৫১ ডাক্তারি পড়ুয়া, কিরগিস্তান থেকে কলকাতায় ফিরে সোজা গেলেন বাড়ি

শুক্রবার সকাল ১১ টায় রাজারহাট থানা এলাকার মোহাম্মদপুরে ডিপিএস মেগাসিটি স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। তাঁদের দাবি করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ অনলাইনে ক্লাস চলছে। এইভাবে অনলাইনে বাচ্চারা ঠিকমত পড়াশোনা করতে পারছে না। অভিযোগ, অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করলে  সেই বিক্ষোভ আটকাতে স্কুল কর্তৃপক্ষ স্কুলে কর্মরত মহিলাদের কে স্কুলের বাইরে পাঠায়। এরপর অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের আলোচনা শুরু হয়। তারপর বেশ কিছুক্ষণ পরে অভিভাবকরা বিক্ষোভ তুলে নেয়।

আরও পড়ুন, করোনা যুদ্ধে জয়ী রাজ্যের সবচেয়ে বয়স্ক রোগী, অনুপ্রেরণা হয়ে বাড়ি ফিরলেন ৯৪-র বৃদ্ধ


প্রসঙ্গত, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে  ইতিমধ্য়েই ফি বৃদ্ধি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিবাদের পথে নেমেছে- দমদম সেন্ট মেরি এন্ড ডে স্কুল,  একে ঘোষ মেমোরিয়াল, নারায়নপুর সেন্ট জোন্স স্কুল, জিডি বিড়লা, তারাতলা নেচার পার্কের বিড়লা ভারতী স্কুল, দিল্লি পাবলিক স্কুল,অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, হরিয়ানা বিদ্যামন্দির, অশোক হাই সেকেন্ডারি স্কুল,  ক্যালকাটা পাবলিক স্কুল, বউবাজারের সেন্ট মাইকেল স্কুলের অভিভাবকরাও।  

 

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata : বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হবে? জবাবে কী বললেন দুই পুলিশকর্তা?
Messi in Kolkata : যুবভারতীতে তাণ্ডব, গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, কী বললেন জাভেদ শামিম?