২১ মে থেকে চালু এবার আন্তঃরাজ্য বাস পরিষেবা, সোমবার জানালেন মুখ্যমন্ত্রী

 

  •  চালু হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা  
  •  ২১ মে থেকে শুরু হবে এই পরিষেবা 
  • সোশাল ডিস্ট্যান্সিং মেনে  চলতে হবে 
  • সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী 

Ritam Talukder | Published : May 18, 2020 1:58 PM IST


দীর্ঘ দিন পর ধাপে ধাপে সকল পরিষেবাই একটু করে শুরু হতে চলেছে। তবে প্রত্য়েকক্ষেত্রেই স্বাস্থ্য়বিধি মেনে বিভিন্ন শর্তাবলী রয়েছে। রাজ্যে এবার  ২১ মে থেকে চালু হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা। সোমবার জানালেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন, শক্তি বাড়িয়ে বৃহৎ ঘূর্ণিঝড় পরিণত হয়েছে আমফান, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্য়ে


সোমাবার নবান্নে, রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ২১ মে থেকে চালু হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা। তিনি জানান, সরকারি বাস চালানো হবে। বেসরকারি বাস মালিকরা সোশাল ডিস্ট্যান্সিং মেনে বাস চালাতে পারেন। মাস্ক, পিপিই,স্য়ানিটাইজার এগুলি পরেই পরিষেবা দিতে হবে সকল ক্ষেত্রেই। যাত্রীদেরও মাস্ক পরা বাধ্য়তামূলক।

আরও পড়ুন, টাকা চান অথচ হিসেব দেন না মুখ্য়মন্ত্রী, দিদিকে খোঁচা দিলীপের

 

মমতা আরও জানান, আগামী ২৭ মে থেকে রাজ্যে অটো পরিষেবাতবে প্রতিটি অটোয় দুই জনের বেশি যাত্রী নেওয়া যাবে না৷ তবে অটো পরিষেবা শুরুর আগে পুলিশের সঙ্গে বৈঠক করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিকে  তিন ভাগে ভাগ করা হচ্ছে৷ এ, বি এবং সি। তিনি আরও জানিয়েছেন, এই অরেঞ্জ, গ্রিন জোনের সঙ্গে বি এবং সি জোনেও অটো চলতে পারবে৷ এই জোনে বাসও চলতে পারবে৷

 

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

 রাজ্য়ে ২৪ ঘণ্টায় মৃত ৬, করোনায় আক্রান্ত বেড়ে ১০১

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

Share this article
click me!