কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৪ হাজার, উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন

Published : Aug 05, 2020, 12:26 PM IST
কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৪ হাজার, উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন

সংক্ষিপ্ত

 কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৪ হাজার   একদিনের মধ্য়ে শহরে আক্রান্ত ৭০০ এর বেশি   এই পর্যন্ত কলকাতায় মৃতের সংখ্যাটা ৮০০ ছাড়াল  শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৩৬ জন 

 
করোনায় আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। ইতিমধ্যেই  কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেল৷ একদিনে শহরে আক্রান্ত ৭০০ এর বেশি৷ মৃত আরও ১৫ জন৷ রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭১৯ জন৷  এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫৩৭ জন৷

আরও পড়ুন, রাজ্যকে সেরা করার লক্ষ্যে বঙ্গেই থাকতে চান ইউপিএসসি-র সফল এই দুই কলকাতাবাসী

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,কলকাতায় মৃতের সংখ্যাটা ৮০০ ছাড়াল৷  শুধু কলকাতায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩৫ জনের৷ গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের৷ তবে কলকাতায় এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৬৬ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ১৬ হাজার ১৯৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬৯ জন৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৩৬ জন৷ একদিনে কমেছে ৬৫ জন৷ মঙ্গলবার সংখ্যাটা ছিল ৬ হাজার ৮০১ জন৷

আরও পড়ুন, কলকাতায় করোনায় মৃত্যু তরুণ চিকিৎসকের, 'শহিদ' ঘোষণার দাবিতে মুখ্যসচিবকে চিঠি


 অপরদিকে মঙ্গলবারের তথ্য অনুযায়ী, একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৪ জনের৷ এটাই একদিনের হিসেবে সর্বোচ্চ রেকর্ড৷ মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৭৮৫ জন৷ গতকাল ছিল ১,৭৩১ জন৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৭৫২ জন৷ গতকাল আক্রান্তের সংখ্যাটা ছিল আক্রান্ত ২ হাজার ৭১৬ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৮০ হাজার ৯৮৪ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেল৷ মঙ্গলবারের তথ্য অনুযায়ী, এই পর্যন্ত বাংলায় আক্রান্ত ২২ হাজার ৩১৫ জন৷ 

 

 

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?