উচ্চমাধ্যমিকের বাতিল হওয়া পরীক্ষায় কীভাবে মিলবে নম্বর, জানুন বিস্তারিত

 

  •  উচ্চমাধ্যমিকের স্থগিত হয়ে যাওয়া তিনটি পরীক্ষাই বাতিল করা হয়েছে 
  • বাতিল হওয়া পরীক্ষার নম্বর নিয়ে চিন্তায়  ছাত্রছাত্রী ও অভিভাবকরা 
  • তবে নাম্বার মূল্যায়নের বিষয়টি নিয়ে এবার বিস্তারিত জানিয়েছে পর্ষদ 
  • বাতিল হওয়া তিনটি পরীক্ষায় কীভাবে তার নাম্বার ধরা হবে, জেনে নিন
     

Ritam Talukder | Published : Jun 27, 2020 6:13 AM IST / Updated: Jun 27 2020, 11:52 AM IST

 উচ্চমাধ্যমিকের স্থগিত হয়ে যাওয়া তিনটি পরীক্ষাই বাতিল করা হয়েছে। এমনটাই ইতিমধ্যে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে  বাতিল হওয়া পরীক্ষার নম্বর বিধি কী হবে এ নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আলোচনা করেছে। সংসদের তরফে তা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন, ভোর হতেই ফের পারদ চড়ল, শনিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়


প্রসঙ্গত ওই তিনটি পরীক্ষা স্থগিত হওয়ার পর জুলাই মাসে নেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত বদল করা হয়। রাজ্যে করোনা পরিস্থিতির জেরে এখন উচ্চমাধ্যমিকের স্থগিত হয়ে যাওয়া তিনটি পরীক্ষাই বাতিল করা হয়েছে। বাতিল হওয়া তিনটি পরীক্ষার নম্বর কীভাবে পাওয়া যাবে, এ নিয়ে রীতিমত চিন্তায়  ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাঁদরে চিন্তামুক্ত করতে নাম্বার মূল্যায়নের বিষয়টি নিয়ে জানিয়েছে সংসদ। কোনও ছাত্র বা ছাত্রী যে লিখিত পরীক্ষাগুলি দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ নম্বরকেই বাতিল পরীক্ষার নম্বর হিসাবে ধরা হবে। যদি কোনও ছাত্র বা ছাত্রী তার দেওয়া লিখিত পরীক্ষাগুলির মধ্যে সর্বোচ্চ ৮০ পেয়ে থাকে, সেক্ষেত্রে বাতিল হওয়া বিষয়ের পরীক্ষাগুলিতেও তাকে ৮০ নম্বরই দেওয়া হবে।

আরও পড়ুন, সল্টলেকে বৌ-এর হাতে বেধড়ক মার-সিগারেটের ছ্যাঁকা, যন্ত্রনায় ছটফট অবস্থায় থানায় গেলেন স্বামী


অপরদিকে, আবার কোনও পরীক্ষার্থী যদি মনে করে তার প্রস্তুতি অনুযায়ী বাতিল হওয়া তিনটি পরীক্ষায় হয়তো সর্বোচ্চ নাম্বার পেত। সেই সব ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাহলে সেই ক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীকে তার স্কুলের কাছে আবেদন জানাতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই আবেদনকারীর ফের পরীক্ষা নেওয়া হবে। 

 

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!