সল্টলেকে বৌ-এর হাতে বেধড়ক মার-সিগারেটের ছ্যাঁকা, যন্ত্রনায় ছটফট অবস্থায় থানায় গেলেন স্বামী

  •  বৌ-এর হাতে নৃশংস অত্যাচারের শিকার স্বামী 
  •  মা-বাবাকে সল্টলেকে ফেরাতেই অত্যাচার শুরু  
  •  মেরে মুখ ফাঁটিয়ে দেওয়া-সিগারেটের ছ্য়াঁকা বাদ পড়েনি কোনওটাই  
  • অবশেষে স্বামী দীপ মজুমদার পুলিশে অভিযোগ করে 

Ritam Talukder | Published : Jun 27, 2020 5:30 AM IST / Updated: Jun 27 2020, 11:24 AM IST

 বৌ-এর হাতে নৃশংস অত্যাচারের শিকার স্বামী। আনলক ওয়ানে মা-বাবাকে  সল্টলেকের বাড়িতে ফেরাতেই স্বামীর উপর  বৌ-এর অত্যাচার মাত্রা ছাড়ায়। বেধড়ক মেরে মুখ ফাঁটিয়ে দেওয়া থেকে সিগারেটের ছ্য়াঁকা কোনওটাই বাদ দেয়নি তাঁর বৌ। অবশেষে অত্য়াচারের সেই নৃশংস ঘটনা প্রকাশ্য়ে এল। ঘটনাটি ঘটেছে সল্টলেকের বি এ ব্লকে।

আরও পড়ুন, ভোর হতেই ফের পারদ চড়ল, শনিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়


জানা গিয়েছে, জ্যোতির্ময় মজুমদার ও তাঁর স্ত্রী শেওড়াফুলিতে তাঁর আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে লকডাউনে আটকে পড়ে। জুন মাসের ৫ তারিখ ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরেন। এবং ১৪ দিন হোম করেন্টাইন থাকেন স্বামী-স্ত্রী। এদিকে, বৌমা দেবযানী যখন জানতে পারে যে তার শ্বশুর-শাশুড়ি বাড়ি ফিরেছে তখন থেকে নানাভাবে দেবযানী স্বামীর ওপর অকথ্য় অত্যাচার চালায়। হাত পেচিয়ে পিছন দিকে সজোরে আঘাত করা, কিল-লাথি-ঘুসি থেকে শুর করে সিগারেটের ছ্য়াঁকা কোনওটাই সে বাদ দেয়নি। এর পরই অত্যাচারের সীমা ছাড়িয়ে যাবার পর  স্বামী দীপ মজুমদার  বিধান নগর উত্তর থানায় অভিযোগ করে। 

আরও পড়ুন, বাতিল ২,৪,৮ তারিখের উচ্চমাধ্যমিক পরীক্ষা, কীভাবে হবে মূল্যায়ন, কী জানালেন শিক্ষামন্ত্রী


এরপর স্বামী দীপ মজুমদার ১০ তারিখ বিধান নগর উত্তর থানায় অভিযোগ জানিয়ে বলে,  যে তার বউ তাকে মারধর করছে সিগারেটের ছ্য়াঁকা দিয়েছে। শুক্রবার ফের বিধান নগর উত্তর থানায় বিচারের আশায় যান। পুলিশ খতিয়ে দেখছে, কী কারণে এমন অত্যাচারের ঘটনা ঘটল।

 

 

রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!