'স্বাস্থ্য়ভবন-পুলিশ এগিয়ে আসেনি কেউ', বাঙ্গুরে ভর্তি হতে পথ হাঁটা শুরু করোনা আক্রান্তের

  • ফের চরম দুর্ভোগের শিকার করোনা আক্রান্ত যুবক  
  • স্বাস্থ্য়ভবনে যোগাযোগ করেও মেলেনি কোনও উত্তর 
  • ৩ ঘন্টা পার করিয়ে কোনও সাহায্য় করেনি থানাও  
  • যাদবপুর থেকে বাঙ্গুরে ভর্তির হতে হাঁটা শুরু করেন করোনা রোগী

Asianet News Bangla | Published : Jul 24, 2020 4:57 AM IST / Updated: Jul 24 2020, 10:28 AM IST

ফের চরম দুর্ভোগের শিকার করোনা আক্রান্ত যুবক। এগিয়ে এল না কোনও সাহায্য়ের হাত। স্বাস্থ্য়ভবনে যোগাযোগ করেও মেলেনি কোনও উত্তর। অগত্য়া অসহায় অবস্থায় যাদবপুর থানায় যায় করোনা আক্রান্ত ওই যুবক। ৩ ঘন্টা পার করিয়ে কোনও সাহায্য় করেনি থানাও। এমনটাই অভিযোগ করেছেন করোনা আক্রান্ত-  বঙ্গবাসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহ রেজা আলম। 

আরও পড়ুন, কলকাতায় দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ফের দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে


জানা গিয়েছে, বঙ্গবাসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহ রেজা আলম। গড়ফার ভাড়া থাকেন।  তিনি হাসপাতালে ভর্তির জন্য স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেন বলে তাঁর সহপাঠীর দাবি। সাড়া না পেয়ে সন্ধ্যে সাতটা নাগাদ যাদবপুর থানায় আসেন তিনি এবং তাঁর পরিচিত কিঙ্কিনী। সব কিছু বলার পরেও কোনও কাজ হয়নি। এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয়। এরপর যাদবপুর থানায় তিন ঘন্টার অপেক্ষা করার পর সাহায্য় না পেয়ে বাধ্য হয়ে এমআর বাঙ্গুরের দিকে হাঁটা শুরু করেন বলে দাবি কিঙ্কিনীর।

আরও পড়ুন, সর্বোচ্চ রেকর্ড ব্রেক, রাজ্য়ে একদিনে করোনা আক্রান্ত প্রায় ২৫০০

এদিকে তখন অনেক রাত হয়ে গিয়েছে। পুরো রাস্তা ফাঁকা। অসহায়ের মত যাদবপুর থেকে বাঙ্গুরের উদ্দেশ্যে হাঁটছে করোনা আক্রান্ত যুবক ও কিঙ্কিনী। রাত তখন প্রায় ১০ টা ৩০, তখন মাঝপথে মেলে একটি অ্যাম্বুলেন্স। তারপর হাসপাতালে ভর্তি করা হয়। বলে জানিয়েছেন কিঙ্কিনী।
 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!