৫ দিনে পেট্রোলের দাম বেড়ে ৭৬ এর দোরগোড়ায়, জ্বালানি নিয়ে জেরবার আমজনতা

  • ট্রেন না চলায় গন্তব্য়ে পৌছাতে গাড়িই ভরসা
  • এদিকে  টানা ৫ দিনে বাড়ল পেট্রোলের দাম 
  • ৭৩ থেকে বৃহস্পতিবার এবার ৭৬ ছুঁই ছুঁই 
  •  কলকাতায় পেট্রোলের দাম ৭৫.৯৪ টাকা 
     

একদিকে শহরে আনলক ওয়ানে খুলে গেছে সমস্ত অফিস। এদিকে এখনও সাধারণের জন্য় চালু হয়নি  মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা। তার উপর আবার পাবলিক বাসে যত সিট যত যাত্রী। তাই অগত্য় মুখের সামনে থেকে নিত্য় বাস বেরোনোয় বাধ্য় হয়ে গাড়ি করে অনেকে অফিস যাচ্ছে। আবার অনেক প্রাইভেট গাড়ি ভাড়া করছে। কিন্তু এত সবের পরেও অনেকেই বাসের ভরসা দাড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। সেই বাসেও ভাড়া নেহাত কম নয়।  আর করোনা আবহে এবার এই সব কিছুকে উসকে দিল জ্বালানির দাম।  বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাড়াল ৭৫.৯৪ টাকা টাকা।

আরও পড়ুন, 'আনক্লেমড বডি' নামাতেই ধুন্ধুমার গড়িয়া শ্মশানে, বাধা পেয়ে দেহ ভর্তি গাড়ি ফিরে যায়

Latest Videos


এবার  ৫ দিন পর বাড়ল পেট্রোলের মূল্য়বৃদ্ধি। ৭৩ থেকে বৃহস্পতিবার তা ৭৬ এর ধারে কাছে। এই কয়েকদিন আগে ৭৩.৩০ ছিল। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ল গত চার দিন ধরে। বৃহস্পতিবার আরও ৫৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম ৭৫.৯৪ টাকা টাকা। চার দিনের ফারাকে দাম বাড়ল ২.৬২ টাকা। মানুষ নাজেহাল তারমধ্যেই দ্রুত গতিতে বাড়ছে পেট্রোলের দাম। এমনটাই জানা যাচ্ছে বাজার সূত্রে। বুধবার মঙ্গলবারের তুলনায় ৩৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছিল ৭৫.৩৬ টাকা। মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.৯৮ টাকা। সোমবার এই দাম ছিল ৭৪.৪৬ টাকা। 

আরও পড়ুন, সমৃদ্ধির পর এবার শ্রীবৃদ্ধিতে করোনা আক্রান্ত এসবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল অফিস চত্বর


অপরদিকে, আগে টানা ২ মাস সাত দিন অপরিবর্তিত ছিল কলকাতার পেট্রোলের দাম। বিশাল পরিমাণে কেন্দ্রের শুল্ক বৃদ্ধি হলেও কলকাতার পেট্রোলের দামে তার কোনও প্রভাব পড়েনি। দাম আটকে ছিল ৭৩.৩০ টাকায়। ৬৭ দিন পর প্রথম দাম বাড়ে রবিবার। রবিবারই পেট্রোলের দাম হয় ৭৩.৮৯ টাকা। তারপর ধাপে ধাপে সেটা বেড়ে দাড়াল প্রায় ৩ টাকার। তারপর বৃহস্পতিবার  কলকাতায় পেট্রোলের দাম ৭৫.৯৪ টাকায় এসে দাড়াল।

 

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari