বিধাননগর পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক এ বার করোনায় আক্রান্ত হলেন। উল্লেখ্য, এর আগেও বিধাননগরের বিভিন্ন থানার একাধিক পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন, দরজায় কড়া নাড়ছে ভোট, পুরকর মুকুবের পথে হাঁটছে কলকাতা পুরসভা
সূত্রের খবর, বিধাননগর পুর এলাকায় এখনও পর্যন্ত প্রায় ৫৫০ জন করোনা সংক্রমিত হয়েছেন। যাঁরা সামনে থেকে লড়াই করছেন, সেই পুলিশকর্মীরাও একের পর এক আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে বাহিনীতে। বিধাননগরে এই প্রথম ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক করোনায় সংক্রমিত হলেন। পুলিশ সূত্রের খবর, তাঁর স্ত্রীও সংক্রমিত হয়েছেন। ওই দম্পতি আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন। ওই পুলিশ আধিকারিকের নিরাপত্তারক্ষীও সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, অর্জুন সিংয়ের ওপর হামলার প্রতিবাদ, 'রাজ্য় জুড়ে চাক্কা জাম' করে দিল বিজেপি
বিধাননগর পুরসভা সূত্রের খবর, জুনের শেষ থেকে করোনার প্রকোপ অনেকটাই বেড়েছে। দিনে গড়ে ২০ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। এ জন্য সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি পুরসভার। বিধাননগর পুলিশের এক কর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত বিভিন্ন থানা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪২। থানা ও ব্যারাক জীবাণুমুক্ত করার দ্রুত বেগে কাজ চলছে।
সব রেকর্ড ব্রেক, রাজ্য়ে একদিনে করোনা আক্রান্ত ৮৯৫
করোনায় আক্রান্ত বিধাননগরের ডিসি ট্রাফিক, উপসর্গ না থাকায় সপরিবার হোম কোয়ারেন্টাইনে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব