ফের সল্টলেকের দত্তাবাদে বোমা উদ্ধার। বৃহস্পতিবার সকালেই ঘটনাটা প্রকাশ্য়ে আসে। এলাকাবাসীরা প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথম দেখতে পায়। খবর পেয়েই দ্রুতই ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। উল্লেখ্য, এর আগেও এখানে 8 মার্চ একই ঘটনা ঘটেছিল। যার জেরে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।
আরও পড়ুন, ফুলবাগান হত্যাকাণ্ডের তদন্তে খুলল বড়সড় জট, অমিতের রিভলবার-রহস্য ফাঁস করল পুলিশ
জানা গিয়েছে, সল্টলেকের ২২৮ দত্তাবাদ রোডে ভোররাতে দুটি বোমা ফেলা হয়। এলাকাবাসীরা যখন সকাল বেলা বেরোয় দেখে দুটি বোমা রাস্তায় পড়ে আছে। এরপর এই খবর দেওয়া হয় বিধান নগর দক্ষিণ থানার পুলিশকে। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ এসে বোমা দুটি কে নিষ্ক্রিয় করার জন্য উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য, তবে এটা নতুন ঘটনা নয় এর আগেও 8 মার্চ এই ঘটনা ঘটেছিল। সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা গিয়েছিল পাঁচটি বোমা ছোড়া হচ্ছে।
আরও পড়ুন, মনের ঝড় নিয়ে গেল চিরঘুমের দেশে, শহরে ফের আত্মঘাতি ৪
অপরদিকে, সেই ছবি প্রকাশ্য়ে আসার পরেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি দুষ্কৃতীদের বলে অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ, বারবার পুলিশকে জানানো হলেও পুলিশের ভূমিকা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। তাঁদের আরও অভিযোগ এই ধরনের দুষ্কৃতী মুলক ঘটনা ঘটেই চলেছে, পুলিশ তার কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিশেষ করে বৃহস্পতিবার সেই একই ঘটনার সামনে আশায় এনিয়ে রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসীরা।
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি