শনিবার ইদুজ্জোহা, সংক্রমণ রুখতে বাড়িতেই নমাজ পড়তে আবেদন ইমামদের

Published : Jul 31, 2020, 05:46 PM ISTUpdated : Jul 31, 2020, 05:49 PM IST
শনিবার ইদুজ্জোহা, সংক্রমণ রুখতে বাড়িতেই নমাজ পড়তে  আবেদন ইমামদের

সংক্ষিপ্ত

শিশু এবং বয়স্কদের বাড়ি থেকেই নমাজ পড়তে  আবেদন ইমামদের   ইদুজ্জোহার নমাজে একসঙ্গে ২৫ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না   নমাজ পড়ার সময়ে মাস্ক পরতেই হবে, জানিয়েছে  টিপু সুলতান মসজিদ  বিধি নিষেধের রাজ্যের প্রায় ৬০ হাজার মসজিদে নোটিস পাঠানো হয়েছে 

শনিবার ইদুজ্জোহা। এদিকে করোনা পরিস্থিতিতে বকরি ইদ উপলক্ষে নমাজের জন্য শহর এবং রাজ্যের মসজিদগুলিতে একাধিক বিষয়ে নিষাধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে মাস দুয়েক আগে ইদের মতো বাড়িতে থেকেই ইদুজ্জোহা পালন করার আবেদন জানিয়েছেন রাজ্যের মুসলিম ধর্মগুরুরা।

আরও পড়ুন, লড়াই শেষ, ফের কলকাতায় করোনা আক্রান্ত প্রবীণ চিকিৎসকের মৃত্যু

করোনা রুখতে চলতি বছরে রেড রোডে ইদুজ্জোহার নমাজও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা খিলাফত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মহম্মদ সইদ। নাখোদা মসজিদে নমাজ পালিত হলেও দুটি জমাত  একটি সকাল সাড়ে ৬ টায়, অন্যটি সাড়ে ৭ টায় হবে। ওই মসজিদের ইমাম শফিক কাশেমি বলেন, 'কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের বিধি মেনে মসজিদে নমাজ হবে। সকলকে অনুরোধ, মসজিদে ভিড় করবেন না। শিশু এবং বয়স্করা বাড়িতে থেকেই নমাজ পড়ুন।'মসজিদে যাতে দূরত্ব-বিধি মেনে সকলে নমাজ পড়েন, সেই আর্জিও জানান কাশেমি সাহেব। ধর্মতলার টিপু সুলতান মসজিদের তরফে হাফিজ হারুন রশিদ বলেন, 'ইদুজ্জোহার নমাজে  ২৫ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না। নমাজ পড়ার সময়ে মাস্ক পরতেই হবে।'  

আরও পড়ুন, শহরবাসীর প্রাণ বাঁচালেন ইবি-র অফিসারেরা, উদ্ধার ১৪০০ লিটার ভেজাল স্যানিটাইজার, গ্রেফতার ২

রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আব্দুল গনি জানিয়েছেন, মসজিদগুলিতে যাতে ভিড় এড়িয়ে নমাজ পড়া হয়, তার জন্য রাজ্যের প্রায় ৬০ হাজার মসজিদে নোটিস পাঠানো হয়েছে।  সংশ্লিষ্ট জেলাশাসক এবং ব্লক অফিসের মাধ্যমে তা প্রতিটি মসজিদে পৌঁছে দেওয়া হচ্ছে।

 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে