করোনা আক্রান্ত বালিগঞ্জের কাছে ফের এসবিআই শাখার এক আধিকারিক, দ্রুত সিল করা হল ব্যাঙ্ক

Published : May 13, 2020, 03:31 PM ISTUpdated : May 16, 2020, 09:12 PM IST
করোনা আক্রান্ত বালিগঞ্জের কাছে  ফের এসবিআই শাখার এক আধিকারিক, দ্রুত  সিল করা হল ব্যাঙ্ক

সংক্ষিপ্ত

ফের করোনা থাবা  বালিগঞ্জের কাছে একটি এসবিআই শাখায়  এসবিআই-র ওই শাখা আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন ইতিমধ্য়েই ওই তাঁর সহকর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে    উল্লেখ্য় সম্প্রতি করোনায় আক্রান্ত এলসিপিসি-র মুখ্য় আধিকারিকও   

কলকাতার সদর দফতরের সমৃদ্ধি ভবনের পর এবার করোনা থাবা বসাল বালিগঞ্জের কাছে একটি এসবিআই শাখায়। এসবিআই-র ওই শাখা আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্য়েই ওই আধিকারিকের সহকর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।  

আরও পড়ুন, দেহ দাহ করে ৩০ জন শ্মশানযাত্রী জানলেন মৃতের করোনা পজিটিভ


জানা গিয়েছে, এসবিআই-এর ১ শাখা আধিকারিকের করোনা পজিটিভ। ওই আধিকারিক কাজ করেন প্রমথেশ বড়ুয়া রোড শাখায়। সম্প্রতি করোনা উপসর্গ আসায় ওই আধিকারিকের লালারস পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। এরপর রিপোর্ট পজিটিভ আসতেই দ্রুত অফিস সিল করে দেওয়া হয়েছে। পাশপাশি পুরসভাকে চিঠি লিখে অফিস জীবাণুমুক্ত করার আবেদন করা হয়েছে। এবং ওই আক্রান্ত আধিকারিকের সহকর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।

আরও পড়ুন, করোনা আক্রান্ত এবার কলকাতার পিজি হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক , উদ্বিগ্ন স্বাস্থ্য় দফতর

 

উল্লেখ্য়, সম্প্রতি  করোনা আক্রান্ত হয়েছেন এলসিপিসি-র মুখ্য় আধিকারিক। তিনি এই মুহূর্তে  চিকিৎসাধীন। যদিও এই শীর্ষ আধিকারিক করোনা পজিটিভ হওয়ার পর উঠেছিল বহু প্রশ্ন। কারণ করোনা আক্রন্তের হদিশ মেলার পরেও এলসিপিসি দফতরে কাজ চলেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে এই সব ব্য়ঙ্ক কর্মীরা ১৪ দিনের জন্য় বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন। তারপরে করোনা সংক্রমণ রুখতে  বন্ধ করে দেওয়া হয়েছিল এসবিআই কলকাতার সদর দফতরের সমৃদ্ধি ভবনের একাংশ।  তবে এবার সেই একই চিত্র যাতে না উঠে আসে সে জন্য় বালিগঞ্জের কাছে এই এসবিআই শাখার ক্ষেত্রে এবার আর ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। দ্রুত সিল করে দেওয়া হয়ছে ওই ব্য়াঙ্কটি।

 

 

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

 বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ