সোমবার থেকে শুরু তৃতীয় দফার লকডাউন, সংক্রমণ রুখতে সল্টলেকের তথ্যপ্রযুক্তি নগরীতে চূড়ান্ত সতর্কতা

Published : May 04, 2020, 12:30 PM IST
সোমবার থেকে শুরু তৃতীয় দফার লকডাউন, সংক্রমণ রুখতে সল্টলেকের তথ্যপ্রযুক্তি নগরীতে চূড়ান্ত সতর্কতা

সংক্ষিপ্ত

রাজ্যে সোমবার থেকে শুরু তৃতীয়দফার লকডাউন  তথ্যপ্রযুক্তি নগরী সেক্টর ফাইভের অফিসকে কিছুটা ছাড় হয়েছে   সোমবার সাতসকালেই কিছু তথ্যপ্রযুক্তি কর্মচারিদের দেখা মিলেছে  প্রত্যেক কর্মীকে থার্মাল গান দিয়ে চেক করে নিয়ে ছাড়া হচ্ছে 

রাজ্যে সোমবার থেকে শুরু তৃতীয়দফার লকডাউন। করোনা আক্রান্তের সংখ্য়া এবং মৃতের সংখ্য়া লাফিয়ে বাড়ছে রাজ্য়ে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্য়ে তথ্যপ্রযুক্তি নগরী সেক্টর ফাইভের অফিসকে কিছুটা ছাড় হয়েছে। তাই আজ সাতসকালেই কিছু তথ্যপ্রযুক্তি কর্মচারিদের দেখা মিলেছে।

আরও পড়ুন, করোনা আক্রান্ত মিজোরামের দুই বাসিন্দা কলকাতায় চিকিৎসাধীন, সবরকম সাহায্যের আশ্বাস দিলেন সরকার

উল্লেখ্য়, গত ২০ এপ্রিল তথ্যপ্রযুক্তি নগরী সেক্টর ফাইভের অফিসকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। সেইদিন খুব কম কর্মীসংখ্যা দেখা গিয়েছিল। তবে করোনার আতঙ্ক এখনও কমেনি। প্রত্যেকদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে রাজ্য়ের মধ্য়ে সল্টলেক সেক্টর ফাইভ অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ক ফর্ম হোম করা থাকলেও কিছু কিছু অফিস খোলা হয়েছে। 

আরও পড়ুন, আগামী ৩ দিন প্রবল ঝড়-বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ রাজ্য়, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস

অপরদিকে, অফিস খোলা হলেও স্বাস্থ্য় বিধি মেনেই কাজ শুরু হয়েছে। প্রত্যেক আইটি কর্মীকে চেক আপের পর তারপর অফিসে ছাড়া হচ্ছে। প্রথমে রিলেশন করা হচ্ছে তারপর থার্মাল গান দিয়ে চেক করে নিয়ে ছাড়া হচ্ছে। সোমবার কর্মীসংখ্যা কিছুটা হলেও বেশি। তবে স্বাভাবিক ছন্দে সেক্টর ফাইভকে ফিরতে এখনও অনেক সময় লাগবে।

 

 

এনআরএসে করোনা আক্রান্ত আরও ১৩, একজনের রিপোর্ট আসার আগেই মৃত্যু

টানা ২ সপ্তাহ পর খুলল হাওড়া হাসপাতাল, করোনাকে হারিয়ে কাজে যোগ দিলেন সুপার

টিকিয়াপাড়া কাণ্ডে কড়া পদক্ষেপ নিল পুলিশ, গ্রেফতার প্রধান অভিযুক্ত শাকিব সহ আরও ১৩

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

PREV
click me!

Recommended Stories

রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টের ‘ই’গেটের ভিতরে 'মিট্টি ক্যাফে' উদ্বোধন
কাজের চাপ কমতে চলেছে শিক্ষক-শিক্ষিকাদের! কতক্ষণ হবে ডিউটি টাইম? বিজ্ঞপ্তি জারি নবান্নের