স্নাতকোত্তর স্তরে এবার থেকে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা বক্স, সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়

Published : Nov 23, 2019, 06:14 PM ISTUpdated : Nov 23, 2019, 06:15 PM IST
স্নাতকোত্তর স্তরে  এবার থেকে  তৃতীয় লিঙ্গের জন্য আলাদা বক্স, সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়

সংক্ষিপ্ত

ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় লিঙ্গের জন্য ভর্তির ফর্মে থাকেব আলাদা 'বক্স' আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে নিয়ম স্নাতকোত্তর স্তরে এই নিয়ম চালু হচ্ছে


ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি স্নাতকোত্তর বিভাগের প্রবেশিকা ফর্মে তৃতীয় লিঙ্গের জন্য থাকবে আলাদা অপশন। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্বর্তী জানান, আজকের দিনে দাঁড়িয়ে লিঙ্গের ভিত্তিতে উচ্চশিক্ষায় কোনও বিভেদ থাকা বাঞ্চনীয় নয়। সেই কারণেই আগামী শিক্ষাবর্শ থেকে স্নাতকোত্তর স্তরের ভর্তির ফর্মে পুরুষ ও মহিলা ছাড়াও তৃতীয় লিঙ্গের জন্য আলাদা অপশন রাখা হচ্ছে। ইউজিসির বিজ্ঞপ্তির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

 এর আগে রাজ্যের অন্তত ৫০টি কলেজের ভর্তির ফর্মে সাহসী পদক্ষেপ দেখা গেছে। যেখানে  অনলাইনে  প্রবেশিকা ফর্মে পড়ুয়াদের জন্য 'মানবতা', 'নাস্তিক' এবং 'ধর্মনিরপেক্ষ' মত বিষয়গুলি বেছে নেওয়ার জন্য অপশন রাখা হয়েছিল। 

আগামী শিক্ষাবর্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফর্মে 'আদার' বা 'অন্যান্য'  বলে একটি অপশন রাখা হচ্ছে। এতদিন কেবল ফর্মে পুরুষ ও মিহলা এই দুটি বিভাগই ছিল। এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন। 

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জেল থেকে বেরোবার পর এখন কত টাকা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে? মিলল হিসেব