'অভিষেকের নেতৃত্বে ত্রিপুরা তৃণমূলমুখী হচ্ছে', দেবাংশুরা গ্রেফতার হতেই গর্জে উঠলেন ফিরহাদ

 'অভিষেকের নেতৃত্বে ত্রিপুরার মানুষ তৃণমূলমুখী হচ্ছে', খিদিরপুরে ২৫ পল্লি খুঁটি পুজোতে এসে এদিন বিজেপি শাসিত ত্রিপুরা সরকারকে তীব্র আক্রমণ করলেন ফিরহাদ হাকিম।  ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

 'অভিষেকের নেতৃত্বে ত্রিপুরার মানুষ তৃণমূলমুখী হচ্ছে', খিদিরপুরে ২৫ পল্লি খুঁটি পুজোতে এসে এদিন বিজেপি শাসিত ত্রিপুরা সরকারকে তীব্র আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। উল্লেখ্য, ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌছে গিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, ব্রাত্য বসু সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব।

Latest Videos

আরও পড়ুন, Tripura: 'যা পারেন করুন', বিপ্লবকে চ্যালেঞ্জ, আক্রান্তদের পাশে দাঁড়াতে আজ ত্রিপুরায় অভিষেক

'অভিষেকের নেতৃত্বে ত্রিপুরার মানুষ তৃণমূলমুখী হচ্ছে'

খিদিরপুরে ২৫ পল্লি খুঁটি পুজোতে এসে  ফিরহাদ হাকিম বললেন,' অন্যায় করছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। লাভ নেই। বিজেপি ভয় পেয়েছে। অভিষেকের নেতৃত্বে ত্রিপুরার মানুষ তৃণমূলমুখী হচ্ছে। এরপর যখন মমতা বন্দ্য়োপাধ্য়ায় যাবে, তখন ওরা এবং দিল্লী, সব কাঁপবে। এটা ত্রিপুরা থেকে শুরু হল। যতই আটকাবার চেষ্টা কর, লাভ নেই। মোদী সরছে দিদি আসছে। আমাদের সংগঠন আছে, তাই এখান থেকে বিজেপি উড়ে গেছে। ত্রিপুরাতে আমরা সংগঠন করতে যাচ্ছি, তাঁতে ভয় পাচ্ছে। আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মারা হচ্ছে। কেস দেওয়া হচ্ছে। ওতে ভয় পাই না। বাংলায় কোনও খুনের রাজনীতি হয় না। দেখাক কোন জেলায় কত মরেছে, বাংলাতে শান্তি বজায় আছে।

"

আক্রমণের মুখে অভিষেক

প্রসঙ্গত রবিবার ত্রিপুরা সফরে রয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। । মূলত দলের আক্রান্ত ছাত্র-যুব নেতাদের পাশে দাঁড়াতেই ত্রিপুরা গিয়েছেন অভিষেক। তৃণমূল কর্মীদের উপর হওয়া হামলার নিন্দা করে বিজেপিকে হুঁশিয়ারী দিয়ে অভিষেক বলেছেন,' তৃণমূল কর্মীদের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত গুণ্ডারা।  প্রতিশ্রুতি দিচ্ছি, আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। বিপ্লব দেব পারলে আমায় আটকান' বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জও ছুড়েছেন তৃণমূলের যুবরাজ। তবে শুধু তৃণমূল কর্মী-সমর্থকদের উপরই হামলা নয়, এর আগেও ত্রিপুরা সফরের দিন আক্রমণের মুখে পড়ে অভিষেকের কনভয়।   

আরও পড়ুন, 'ত্রিপুরাতে নাটক করতে যাচ্ছেন TMC নেতারা', ঘাটালে গিয়ে বন্যা ইস্যুতেও বিস্ফোরক দিলীপ

 ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার


প্রসঙ্গত, ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে এবার সেখানে নিজেদের জমি শক্ত করতে চলেছে তৃণমূল। পাশাপাশি ত্রিপুরায় তৃণমূলের জমি কতটা মজবুত তা দেখতে গিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন সদস্য। কিন্তু আচমকাই সেখানে বিপর্যয় নেমে আসে তৃণমূলের আকশে। কোভিড পরিস্থিতির কথা বলে হোটেলের মধ্যে 'বন্দি' করে রাখা হয় তাঁদের। তারপরেই ত্রিপুরা যান তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর এবার শনিবার ত্রিপুরায় এসে আক্রান্ত হয়েছেন তৃণমূলের যুব নেতারা। প্রতিবাদে শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। সূত্রের খবর, রবিবার ভোর রাতে মহামারী আইনে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌছে গিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, ব্রাত্য বসু সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News