সল্টলেকের আকাশে উড়ল একুশের ঘুড়ি, পুজোর আগেই প্রচারে তৃণমূল

  • সল্টলেক দত্তাবাদের বালির মাঠে উড়ল একুশের ঘুড়ি 
  •  ঘুড়ি উৎসবের আয়োজন করলেন কাউন্সিলর নির্মল দত্ত 
  •   ঘুড়ি উৎসবের মাধ্যমেই একুশেরর ভোটের প্রচার তৃণমূলের  
  • বুধবার এবং আগামীকাল দুদিন ধরে চলবে এই ঘুড়ি উৎসব 

Asianet News Bangla | Published : Sep 16, 2020 10:20 AM IST / Updated: Sep 16 2020, 03:59 PM IST

শুভজিৎ পুততুন্ডঃ- ঘুড়ি উৎসবের মাধ্যমে ২০২১ এর ভোটের প্রচার শুরু করে দিল বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্মল দত্ত। বুধবার সল্টলেক দত্তাবাদের বালির মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন কাউন্সিলর নির্মল দত্ত। 

আরও পড়ুন, মহালয়ায় বিজেপি-র 'শহিদ-তর্পণ'-এ 'বাধা' তৃণমূলের, বাগবাজারে প্যান্ডেল খুলল পুলিশ

বুধবার সল্টলেক দত্তাবাদের বালির মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন কাউন্সিলর নির্মল দত্ত। আর এভাবেই  ঘুড়ি উৎসবের মাধ্যমে ২০২১ এর ভোটের প্রচার শুরু। বুধবার এবং আগামীকাল দুদিন চলবে এই ঘুড়ি উৎসব। ঘুড়িতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশাপাশি তৃণমূল বিধায়ক সুজিত বোসের ছবি এবং তৃণমূলের প্রতীকী চিহ্ন দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, ইজি নয় ই-পাস, যাত্রীর অভাবে ভুগছে কলকাতা মেট্রো

উদ্যোক্তার উদ্দেশ্য, এই ঘুড়ি উৎসবের মাধ্যমে ২০২১ এর ভোট প্রচার। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং দলীয় প্রতীক চিহ্ন দেওয়া ঘুড়ি কেটে গিয়ে মানুষের হাতে গিয়ে পড়বে এভাবেই ভোটের প্রচার হবে। ভোট প্রচারে একটা অভিনবত্ব আনা হয়েছে ঘুড়ি লাঠাইয়ের মাধ্যমে। এমনটাই দাবি উদ্যোক্তাদের।

 

         

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

Share this article
click me!