সংক্ষিপ্ত

  • বিজেপি-র তর্পণ অনুষ্ঠানকে  ঘিরে জটিলতা 
  • এদিকে বুধবার হাজির বিজেপির শহিদদের পরিবার 
  • 'বিনা নোটিশে' বাগবাজারে প্যান্ডেল খুলল পুলিশ 
  •  তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাহুল সিনহা 
     

শুভজিৎ পুততুন্ডঃ- মহালয়ায় বিজেপি-র তর্পণ অনুষ্ঠানকে  ঘিরে জটিলতা। বাগবাজারে প্যান্ডেল খুলল পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাহুল সিনহা। এদিকে বুধবার সকালে এই পরিস্থিতিতে বাগবাজার ঘাটে উপস্থিত হয় বিজেপি একাধিক সদস্যের পরিবার। 

আরও পড়ুন, ইজি নয় ই-পাস, যাত্রীর অভাবে ভুগছে কলকাতা মেট্রো

পুলিশের তরফে জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে কোনওভাবেই এই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া সম্ভব নয়। অপরদিকে নিজের জায়গায় স্থির বিজেপি নের্তৃত্ব। অপরদিকে, বিজেপির তরফে জানানো হয়েছে, 'তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই বিনা নোটিশে অভিযোগ না জানিয়েই আমাদের প্য়ান্ডেল খুলে দেওয়া হয়েছে। যাদের অস্বাভাবিক মৃত্যু কিংবা হত্যা হয়েছে, তাদের পরিবার এসে এখানে তর্পন করবে। আর এখানেই বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা এবিষয়ে প্রতিবাদ জানাতে কর্মসূচী নিয়েছি।'

আরও পড়ুন, আশায় আশায় ২ মাস পার, পুজোর আগে পরিবারকে প্রিয়জনের খোঁজ দিল কলকাতা মেডিক্য়ালের মর্গ


বাগবাজারে তর্পণ অনুষ্ঠানের প্য়ান্ডেল খুলে দিতেই এবিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাহুল সিনহা। তিনি বলেন, 'হিন্দু সংষ্কৃতি বিরোধি সরকার। সেই কারণে তর্পণের মতো পূর্বপুরুষকে উৎসর্গ করা থেকে বাঁধা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। এই রাজ্য়ের সরকারকে যতক্ষণ পর্যন্ত গঙ্গার জলে বিসর্জন না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি লাগাতার ময়দানে থাকবে। এবং আমরা বিভিন্ন জায়গায় মানুষের কাছে প্রচার করব।'

         

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা