JEE-NEET পিছোনোর দাবি, গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ টিএমসিপি-র

 

 

  •  'পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখুন' 
  •  জেইই-নিট পিছোনোর আর্জি আগেই জানিয়েছিলেন মমতা 
  • এরপরে কেন্দ্রের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি
  • তাই এবার  জেইই-নিট পিছনোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি 


 সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিজ্ঞপ্তি জারি করে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট এবং সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা বা জেইই (মেইন) পরীক্ষা নেওয়ার জন্য আবার বিজ্ঞপ্তি জারি করেছে। শুক্রবার ২৮ অগস্ট আর এবার এই দুটি প্রবেশিকা পরীক্ষা পিছানোর দাবিতে  গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। উল্লেখ্য শুক্রবার একইদিনে  তৃণমূল দলের প্রতিষ্ঠা বার্ষিকী৷ 

আরও পড়ুন, করোনার কোপে বাতিল মেয়ো রোড, টিএমসিপি-র আজ ভার্চুয়াল সভা, টুইট মমতার

Latest Videos


নিট অর্থাৎ মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং   জেইই অর্থাৎ সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা পিছনোর দাবিতে পথে নামছে তৃণমূল৷ অবশ্য আগেই  এই দুটি প্রবেশিকা পরীক্ষা পিছানোর আর্জি কেন্দ্রের কাছে রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ট্যুইটে জানিয়েছিলেন,' প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে ইউজিসি-র  তরফে সেপ্টেম্বরের শেষ দিকে পরীক্ষা নেওয়া নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা নিয়ে আমি বলেছিলাম। যে পরীক্ষা ছাত্র-ছাত্রীদের বর্তমান পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এখন কেন্দ্রের শিক্ষামন্ত্রীর নির্দেশে এনইইটি ও জেইই পরীক্ষা সেপ্টেম্বরে নেওয়া হবে। আমি আবার কেন্দ্রের কাছে আর্জি রাখবো ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষা নিয়ে কতটা ঝুঁকি রয়েছে সেটা বিশ্লেষণ করুন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখুন ।  ছাত্র-ছাত্রীদেরকে সুস্থ পরিবেশ দেওয়া আমাদের কর্তব্য।'এদিকে এরপরও কেন্দ্র কোনও সিদ্ধান্ত না নেওয়ায়,এবার পিছনোর দাবিতে পথে নামছে তৃণমূল৷ 

আরও পড়ুন, 'ঝুঁকি' নেওয়া সার্থক, কোভ্যাকসিন প্রয়োগের পর সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন দুর্গাপুরের শিক্ষক

 জানা গিয়েছে, করোনা বিধি মেনেই গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে৷ ‌নিট এবং জেইই  পিছনোর দাবিতে দিল্লির উদ্দেশ্যে কলকাতার রাজপথ থেকে আওয়াজ তোলা হবে৷ ‌নিট এবং জেইই পিছনোর দাবিতে সোনিয়া গান্ধি সহ অন্যান্য অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে তিনি বলেন, 'দেশের সর্বত্র গান্ধীমূর্তি রয়েছে, প্রয়োজনে আমরা সেখানে বসব৷' এরপরই তৃণমূল ছাত্র পরিষদ ২৮ অগস্ট কলকাতার গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে৷ শুক্রবার বেলা তিনটের সময় ভার্চুয়াল বৈঠকে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই ভাষণে ছাত্র-যুবদের উদ্দেশে কী বলেন  মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে তৃণমূল শিবির। 
 

 

  

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts