রাজনীতি থেকে অপরাধ, মানুষের সুখ,দুঃখের খবর থেকে আরও রকমারি ঘটনা- সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ। তার মধ্য়ে থেকেও বেছে আনা কিছু খবর। সময়ে সময়ে যার আপডেট পাবেন আপনি। তাই কলকাতাকে জানতে খবরে থাকুন,খবর রাখুন।
১) রাজ্য়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বুধবার বিকেল পর্যন্ত বাংলায় করোনা সংক্রমিতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৭৪। যদিও খুশির খবর, ইতিমধ্য়েই করোনা মুক্ত হয়েছেন ৭৩ জন। মৃতের সংখ্য়া বেড়ে দাড়িয়েছে ১৫। বুধবার নবান্নে সাংবাদিকদের এমনই জানিয়েছেন মুখ্য়সচিব রাজীব সিনহা।
কেন্দ্রের হিসেবে ৪২৩, রাজ্য় বলছে বাংলায় করোনায় আক্রান্ত ৩০০
2) রাজ্য়ে করোনা মোকাবিলায় কম টেস্ট হয়নি। বুধবার পরিসংখ্যান দিয়ে সেই তথ্য় দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নবান্নে মুখ্য়মন্ত্রী বলেন, জাতীয় সংবাদ মাধ্য়মগুলোয় রাজ্য় সরকারের টেস্ট নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে তা মোটেও ঠিক নয়।
কেন্দ্রের কিট খারাপ, বাংলায় টেস্ট কম হয়নি বললেন মুখ্য়মন্ত্রী.
3) লকডাউনের মাঝে ত্রাণের দাবিতে ধুন্ধুমার কাণ্ড উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। আক্রান্ত পুলিশ। প্রকাশ্য়েই কয়েকজন পুলিশকে মারধর করে বলে অভিযোগ। জানা গিয়েছে, বাদুড়িয়ার তারাগুনিয়া দাসপাড়ায় ত্রাণের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তখন তাদের থামাতে গেলে জনতার সাথে পুলিশের সংঘর্ষ বাধে। ইটের আঘাতে চার পুলিশকর্মী জখম হয়েছেন। আরও অভিযোগ, বাদুড়িয়া থানার ওসি বাপ্পা মিত্রকে রাস্তায় ফেলে মারধর করা হয়। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। ত্রাণ বিলি নিয়ে রণক্ষেত্র বাদুড়িয়া, জবাবে কী বললেন মুখ্য়মন্ত্রী
4) মোবাইলের মাধ্য়মেও ছড়াতে পারে সংক্রমণ,তাই কোভিড হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য় সরকার। নির্দেশিকা জারি না হলেও টেক্সট মেসেজে রাজ্য়ের কোভিড হাসপাতালগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে সেই খবর। জেলাশাসক, হাসপাতাল সুপার এমনকী কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবার পৌঁছে গিয়েছে সেই বার্তা।ছড়াতে পারে সংক্রমণ, কোভিড হাসপাতালে মোবাইল নিষিদ্ধ করল নবান্ন..
5)বাঙ্গুর হাসপাতালের ভিডিয়ো নিয়ে উত্তপ্ত রাজ্য় রাজনীতি। ভিডিয়োটির সত্যতা নিয়ে রাজ্য় সরকারের ওপর চাপ বাড়াল বিরোধীরা। নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিয়ো দিয়ে অবিলম্বে এর ব্যাখ্যা চাইলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। সব মিলিয়ে সরকারি হাসপতালে কোভিড চিকিৎসার এই দশা নিয়ে সরগরম বাংলা।ছড়াতে পারে সংক্রমণ, কোভিড হাসপাতালে মোবাইল নিষিদ্ধ করল নবান্ন...
6) বাঙ্গুর হাসপাতালের ভিডিয়ো নিয়ে উত্তপ্ত রাজ্য় রাজনীতি। ভিডিয়োটির সত্যতা নিয়ে রাজ্য় সরকারের ওপর চাপ বাড়াল বিরোধীরা। নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিয়ো দিয়ে অবিলম্বে এর ব্যাখ্যা চাইলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। সব মিলিয়ে সরকারি হাসপতালে কোভিড চিকিৎসার এই দশা নিয়ে সরগরম বাংলা।বাঙ্গুর হাসপাতালের 'বেহাল দশা' প্রকাশ্য়ে, ভিডিয়োর সত্যতা জানতে চেয়ে রাজ্য়কে চাপ বাবুলের.
7) ফের এক হাসপাতালের ভিডিয়ো। এবার টুইটার অ্য়াকাউন্টে মারাত্মক অভিযোগ করলেন আসানসোলের বিজেপি সাংসদ। রাজ্য়ের করোনা পরিস্থিতির মধ্য়ে পরিবারকে না জানিয়ে দেহ সৎকারের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। এই অভিযোগের ভিত্তি হিসেবে একটি ভিডিয়োকে হাতিয়ার করেছেন বাবুল। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য় রাজনীতিতে। এশিয়ানেট নিউজ বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।পরিবারকে না জানিয়ে মৃতের সৎকার, বাবুলের ভিডিয়ো ঘিরে তোলপাড় রাজ্য়.
8) ম্যান মেড' নাকি 'গড মেড'? করোনা ভাইরাস এবার পৌঁছে গেল আন্তর্জাতিক আদালতেও! হল্যান্ডের হেগ.শহরে পোস্টকার্ড পাঠিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।.'ম্যান মেড' নাকি 'গড মেড', করোনা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা সুভাষ দত্তের....
9) এত ভঙ্গ বঙ্গদেশ, তবু রঙ্গে ভরা। এখানে সবজির দাম কমছে। কিন্তু মদের দাম বেড়ে চলেছে হু-হু করে। তিন.থেকে চারগুণ দামে কালোবাজারি হচ্ছে বাংলা মদের! আর দ্বিগুণ দামে বিকোচ্ছে রয়ালস্টাগ আর রাম!.লকডাউনের বাজারে হু-হু করে বাড়ছে 'বাংলার' দা
10) বাবুল সুপ্রিয়ের প্রশ্নের জবাবে এবার মুখ খুলল কলকাতা পুলিশ। সন্থ্য়ায় টুইট করে কলকাতা পুলিশ জানিয়েছে, বাঙ্গুর হাসপাতালে ভিডিয়োকারী যুবকের বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। এই সম্পর্কে ভুল তথ্য় পেয়েছেন বাবুল সুপ্রিয়।বাঙ্গুর হাসপাতালের ভিডিয়ো তোলা যুবক কি হাজতে, বাবুলের প্রশ্নের জবাব দিল কলকাতা পুলিশ...