বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ৫ জেলায়, সপ্তাহান্তে নিম্নচাপের জেরে প্রবল বর্ষণের সতর্কতা

  • রবিবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা 
  •  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়
  • ২০ থেকে ২২ তারিখ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস 
  •  মৎসজীবীদের  ২০ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ 

বৃহস্পতিবার শহর ও শহরতলির আকাশে সারাদিন আংশিক মেঘলা থাকবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০ থেকে ২২ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশপাশি হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের একাংশে বৃহস্পতিবার বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এবার তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন, অপেক্ষা শেষ, আইনজীবী রজত দে হত্যা মামলায় স্ত্রী অনিন্দিতার যাবজ্জীবন কারাদণ্ড

Latest Videos

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, 'আগামী ২০ তারিখ নাগাত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যেটি পরবর্তীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০ থেকে ২২ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলা অর্থাৎ মুর্শিদাবাদ,নদিয়া, উ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। '

আরও পড়ুন, কলকাতার কাছেই 'হাওয়া বদল'-র সেরা ঠিকানা, মনের মানুষের সঙ্গে কাটান অন্যতম মুহূর্ত

তিনি আরও জানিয়েছেন, '২১ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি একটু বাড়বে। বেশ কিছু জেলায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ২২ তারিখ বৃষ্টি একটু সরে গিয়ে পশ্চিমের জেলা গুলিতে বাড়বে।পশ্চিমের জেলা বলতে মূলত পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এই জেলাগুলির কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। যেহেতু আগামী ২০ তারিখ নাগাত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাই সমস্ত মৎসজীবীদের  ২০ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং যারা ইতিমধ্য়েই চলে গিয়েছেন, তাঁদের ২০ তারিখ দুপুরের মধ্য়ে ফেরত আসতে বলা হয়েছে। আগামীকাল বিশ্বকর্মা পূজো এবং মহালয়া। বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  '

 


হাওয়া অফিস সূত্রে খবর,বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৪ শতাংশ এবং ন্যুনতম ৬৯ শতাংশ।  বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৩ শতাংশ এবং ন্যুনতম ৬১ শতাংশ। অপরদিকে, হাওয়া অফিস জানিয়ছে, অন্ধ্র প্রদেশ উপকূলের নিম্নচাপ সরে তেলেঙ্গানা ও ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর নাগপুর থেকে ছত্রিশগড়ে লো প্রেসারের মধ্যে দিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী কয়েকদিন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা-সহ ছত্রিশগড়ে ভারী বৃষ্টি হবে। গুজরাট, মহারাষ্ট্রের মত দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

 

      

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury