রাজ্যের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি করল হাওয়া অফিস

 

  • রাজ্যের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা
  • রবিবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা
  • ২০-২২ তারিখ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস 
  •  মৎসজীবীদের  সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি 


শুক্রবার  শহর ও শহরতলির আকাশ মেঘলা থাকবে। শুক্রবার সকালেই রাজ্যের ৭ জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০ থেকে ২২ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস।  তবে এই মুহূর্তে জেনে নেওয়া যাক কলকাতা, উত্তর-দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি রাজ্য তথা দেশের আবহাওয়ার পূর্বাভাস। 

 

Latest Videos

 

আরও পড়ুন, মাথা পিছু মিলবে ২ লাখ টাকা, 'কর্মসাথী প্রকল্প'-র বিক্ষপ্তি জারি রাজ্য়ে

 
 আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৮ সেপ্টেম্বর শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। পাশপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শীদাবাদের একাংশেও  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। অপরদিকে, আগামী ২০ তারিখ নাগাত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যেটি পরবর্তীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০ থেকে ২২ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলা অর্থাৎ মুর্শিদাবাদ,নদিয়া, উ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। '

আরও পড়ুন, মহালয়ায় দেড় কেজি মাপের ইলিশ ২০০০ টাকা, দেদার বিকোচ্ছে কলকাতায়

 ২১ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি একটু বাড়বে। বেশ কিছু জেলায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ২২ তারিখ বৃষ্টি একটু সরে গিয়ে পশ্চিমের জেলা গুলিতে বাড়বে।পশ্চিমের জেলা বলতে মূলত পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এই জেলাগুলির কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। যেহেতু আগামী ২০ তারিখ নাগাত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাই সমস্ত মৎসজীবীদের  ২০ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং যারা ইতিমধ্য়েই চলে গিয়েছেন, তাঁদের ২০ তারিখ দুপুরের মধ্য়ে ফেরত আসতে বলা হয়েছে। আগামীকাল বিশ্বকর্মা পূজো এবং মহালয়া। বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

 

আরও পড়ুন, এবার কাঠগড়ায় পার্কসার্কাসের নিউরোসায়েন্স, রোগী মৃত্যুতে তদন্তের নির্দেশ কমিশনের


অপরদিকে, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্র প্রদেশ উপকূলের নিম্নচাপ সরে তেলেঙ্গানা ও ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর নাগপুর থেকে ছত্রিশগড়ে লো প্রেসারের মধ্যে দিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী কয়েকদিন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা-সহ ছত্রিশগড়ে ভারী বৃষ্টি হবে। গুজরাট, মহারাষ্ট্রের মত দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর,শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৩ শতাংশ এবং ন্যুনতম ৫৯ শতাংশ। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৪ শতাংশ এবং ন্যুনতম ৬৯ শতাংশ।  বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৩ শতাংশ এবং ন্যুনতম ৬১ শতাংশ। শুক্রবার এই মুহূর্তে সকাল ৮ টা ২৬ নাগাত শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।

 

 

     

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

Share this article
click me!

Latest Videos

চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today