দক্ষিণেশ্বর ও বেলুড়ে সস্ত্রীক রাজ্যপাল, পুজো দিয়ে পশ্চিমবঙ্গবাসীর জন্য মঙ্গলকামনা

  •  দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিতে সস্ত্রীক রাজ্যপাল  
  •  পুজো দিয়ে পশ্চিমবঙ্গবাসীর মঙ্গলকামনা করলেন রাজ্যপাল 
  • কর্তৃপক্ষের হাতে এন-৯৫ মাস্ক ছাড়াও খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় 
  • স্যানিটাইজিং ও সোসাল ডিসটান্সিং সিস্টেমের প্রশংশা করেন 
     

Ritam Talukder | Published : Jun 18, 2020 9:32 AM IST

 রাজ্যপাল সস্ত্রীক দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও পুজো দিতে যান। বেলুড় মঠে এসে তিনি মঠ কর্তৃপক্ষের স্যানিটাইজিং ও সোসাল ডিসটান্সিং সিস্টেমের প্রশংশা করেন। পাশাপাশি তিনি জানান, কোভিড-১৯, আমফান এবং পরিযায়ী শ্রমিক ইস্যুতে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন, আইএসসি-আইসিএসই পরীক্ষা দিতে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট, জানাল শহরের নামজাদা স্কুল

বুধবার বেলুড় মঠে এসে রাজ্যবাসীকে কঠোর ভাবে সোসাল ডিসটান্স রেখে চলার আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। বেলুড় মঠে এসে তিনি মঠ কর্তৃপক্ষের স্যানিটাইজিং ও সোসাল ডিসটান্সিং সিস্টেমের প্রশংশা করেন। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এটি একটি যুদ্ধ। নিজেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ।সোসাল ডিসটান্স বজায় রাখতে হবে। রাজ্যবাসীর করোনা সঙ্কট, আমাফানে ক্ষতি পরিমাণ ভরাট হোক। সকলে ভালো থাকুক বলে জানান তিনি।

আরও পড়ুন, সুশান্তের রেশ না কাটতেই ফের অঘটন, একই দিনে মানসিক অবসাদে শহরে আত্মঘাতী ৭

অপরদিকে, চীনা হামলায় ভারতীয় সৈনিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার বিকেলে রাজ্যপাল সস্ত্রীক দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও পুজো দিতে যান। পুজো দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে সারা দেশের উচিত পাশে দাঁড়ানো। রাজ্যপালের তরফে মন্দির কর্তৃপক্ষের হাতে এন-৯৫ মাস্ক ছাড়াও খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
 

 

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!