করোনা পজিটিভ হলে কী করবেন-কোথায় ভর্তি হবেন, এই টোল ফ্রি নম্বরে ডায়াল করলেই মিলবে উত্তর

Published : Jul 19, 2020, 09:50 AM IST
করোনা পজিটিভ হলে কী করবেন-কোথায় ভর্তি হবেন,  এই টোল ফ্রি নম্বরে ডায়াল করলেই মিলবে উত্তর

সংক্ষিপ্ত

কোভিড কেসের জন্য রাজ্য সরকার টোল-ফ্রি নম্বর চালু করেছে  পজিটিভ রিপোর্টে কী করা উচিত,কোন হাসপাতালে ভর্তি হবেন  যাবতীয় প্রশ্নের উত্তর, এই টোল-ফ্রি নম্বরে ডায়াল করলেই মিলবে  উল্লেখ্য, শনিবার রাজ্যে রেকর্ড ব্রেক, ২,১৯৮ করোনা পজিটিভ 


রাজ্য়ে কারো নুমনা টেস্টের পর রিপোর্ট পজিটিভ আসলে যাতে দুশ্চিন্তা-উদ্বেগ  না বাড়ে, সে কারণে রাজ্য সরকার  একটি টোল-ফ্রি নম্বর চালু করেছে। রিপোর্ট পাওয়ার পর কী করা উচিত, বাড়িতেই কোয়ারানটিনে থাকা যাবে নাকি কোন হাসপাতালে ভর্তি হবেন, এই যাবতীয় প্রশ্নের উত্তর, এই টোল-ফ্রি নম্বরে ডায়াল করলেই মিলবে।

আরও পড়ুন, রবিবার বৃষ্টি বাড়বে পার্বত্য এলাকায়, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা


রাজীব সিনহা জানিয়েছেন, 'রাজ্য সরকার একটি টোল-ফ্রি নম্বর চালু করেছে। ২৪ ঘণ্টা চালু থাকবে। তাঁর কথায়, কোভিডে সহযোগিতার জন্য এটি ওয়ান পয়েন্ট সলিউশন। ফোন করে রোগের লক্ষণ জানানো থেকে হাসপাতালের বেড, যে কোনও প্রয়োজনে নির্দ্বিধায় যখন-খুশি ফোন করা যাবে। রাজ্য সরকারের দেওয়া টোল-ফ্রি নম্বরটি হল, ১৮০০-৩১৩-৪৪৪-২২২ । 'তিনি আরও জানিয়েছেন, 'এই টোল-ফ্রি নম্বরটি আগামী বেশ কয়েক সপ্তাহের জন্য চালু থাকবে। কিন্তু, আতঙ্কিত হওয়ার মতো কারণ নেই। আমরা কোভিড টেস্টের হার বাড়িয়েছি। বর্তমানে প্রতিদিন গড়ে ১৩ হাজার করে টেস্ট হচ্ছে। সামনের দিনগুলিতে আমাদের লক্ষ্য দিনে ২৫ হাজার টেস্ট করা।' 

আরও পড়ুন, কলকাতায় বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা, দেখে নিন কোথায় কোথায় ব্যারিকেড


উল্লেখ্য, শনিবার পশ্চিমবঙ্গে রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে। ২,১৯৮ পজিটিভ কোভিড কেস ধরা পড়ে। আর এই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিশ্রুতির বার্তা দিয়েছে। রাজ্য সরকার দাবি করেছে, রাজ্যে পর্যাপ্ত সংখ্যক বেড রয়েছে। হাসপাতালগুলির রোগী ফিরিয়ে দেওয়ার কোনও কারণ নেই।

 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

  করোনা আক্রান্ত আরও ১৯ ব্য়াঙ্ক কর্মী, ট্রেনিং সেন্টারকে কোয়ারেন্টিন কেন্দ্র করার প্রস্তাব

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ
Today live News: আকাশছোঁয়া বিমান ভাড়া রুখতে সরকারের নয়া নির্দেশ! ফ্লাইট বুকিং-এর আগে দেখে নিন নির্ধারিত তালিকা