চিড়িয়াখানার জন্তুরা এবার দাঁড়িয়ে দেবে পোজ, বাঘ-সিংহ-শিম্পাঞ্জিরা ফেসবুক লাইভে

  • দিনে দু-বার ফেসবুক লাইভে এ বার পশু-পাখিরাও 
  • ক্যামেরার সামনে হাজির হবে চিড়িয়াখানার সব জন্তু
  •  এমনকি অ্যানাকোন্ডাও ধরা দেবে ফেসবুক লাইভে 
  • ছোটদের আনন্দ দিতে উদ্য়োগ নিল বন দফতর 
     

Ritam Talukder | Published : Aug 15, 2020 12:36 PM IST

করোনা পরিস্থিতি স্বস্তি দিচ্ছে না বাংলার মানুষকে। এদিকে কোথাও ঘুরতে যাবারও সুবিধা নেই। তাই আট থেকে আশির কথা ভাবল বন দফতর। দিনে দু-বার ফেসবুক লাইভে এবার পশু-পাখিরাও। ক্যামেরার সামনে দাড়ি পোজ দেবে চিড়িয়াখানার সব জন্তু। র‌য়্যাল বেঙ্গল টাইগার থেকে আফ্রিকার সিংহ, শিম্পাঞ্জি, লাল পান্ডারা কে নেই সেখানে। এমনকি অ্যানাকোন্ডাও ধরা দেবে ফেসবুক লাইভে। ছোটদের আনন্দ দিতে উদ্য়োগ নিল বন দফতর। 

আরও পড়ুন, অজান্তে আক্রান্তদের বাড়িতেই তল্লাশি, আইসোলেশনে গেল গোটা পুলিশ টিম

 
করোনা আবহে আলিপুর চিড়িয়াখানা বন্ধ। ওদিকে বন্ধ দার্জিলিং চিড়িয়াখানাও। আপাতত, সেখানে গিয়ে জীবজন্তু দেখার উপায় নেই। কত দিন এই পরিস্থিতি চলবে তা সবারই অজানা। সেই কারণে দর্শকদের কথা মাথায় রেখে এ বার ফেসবুক লাইভের মাধ্যমে পশু-পাখিদের প্রত্যেকদিনের কর্মকাণ্ড তুলে ধরবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঘরে বসেই বাঘ-সিংহের গর্জন, পাখির কলতান শুনতে পাবেন দর্শকেরা। হাতি-গন্ডার-জিরাফ দেখা যাবে ফেসবুক লাইভে।  

আরও পড়ুন, 'বিতর্ক' না থাকলেই মেলে পুরষ্কার, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন বাংলার ২১ পুলিশকর্মী


সম্প্রতি আলিপুরেই ১১টি অ্যানাকোন্ডার জন্ম হয়েছে। এদিকে তারা রয়ে গিয়েছে সকলের আড়ালেই। ফেলবুক লাইভে হরিণ, মেছো বিড়াল থেকে কুমির ছানার পাশাপাশি ধরা দেবে তারাও। তাই করোনা আবহে আট থেকে আশির মন ভাল করতে ফেসবুক লাইভ এক অন্য়তম উপহার।

 

       

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

 

Share this article
click me!