শীতের সময় অনেকেই চুলের সমস্যায় ভোগেন। শীতে রুক্ষ্ম চুল কিংবা ডগা ফাটার মতো সমস্যা তো আছেই এরই সঙ্গে মাথায় চুলকানি অনুভব করেন অনেকে। আজ রইল সমস্যা থেকে মুক্তির উপায়। যারা মাথার ত্বকে চুলকানি অনুভব করেন এই মরশুমে তারা এই কয়টি টোটকা মেনে চলুন। মিলবে উপকার।
নারকেল তেল
ব্যবহার করতে পারেন নারকেল তেল। এই তেলে আছে নানান উপকারী উপাদান। মাথার ত্বকে চুলকানি অনুভব করলে নারকেল তেল লাগান। এই তেল হালকা গরম করে নিন। তা মাথার ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
নিম তেল
ব্যবহার করতে পারেন নিম তেল। নিম পাতা থেকে তৈরি এই তেলে আছে একাধিক উপকারী উপাদান। নিম তেল মাথার ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। মাথার ত্বকে চুলকানি অনুভব করলে অবশ্যই এই তেল লাগান। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
অ্যালোভেরা
মাথার ত্বকে চুলকানি অনুভব করলে অ্যালোভেরা লাগাতে পারেন। এতে মিলবে উপকার। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করুন। এবার তাতে মেশান নারকেল তেল। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ১ বার ব্যবহার করুন। এতে সমস্যা থেকে মিলবে উপকার। শীত পড়তে না পড়তেই মাথায় চুলকানি অনুভব করছেন অনেকে। তারা এই টোটকা মেনে চলুন। মিলবে উপকার। এটি বেশ উপকারী।