চোখের (Eye) সৌন্দর্য ফুটিয়ে তুলতে হাতিয়ার করুন জেল আই লাইনার। তবে, জেল লাইনার সঠিক ভাবে ব্যবহার করতে না পারলে পুরো সাজটাই বিগড়ে যেতে পারে। জেনে নিন কী করে ব্যবহার করবেন জেল আই লাইনার (Eyeliner)।
কাজল (Kajal) কালো চোখে সকলের নজর কাড়তে কে না চায়। সাজসজ্জায় চোখের মেকআপ খুবই গুরুত্বপূর্ণ। সাদা-মাটা পোশাকে সকলের নজর কাড়তে হোক, কিংবা ভারী মেকআপে (Makeup), চোখ সুন্দর দেখানো মাস্ট। এবার চোখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হাতিয়ার করুন জেল আই লাইনার। তবে, জেল লাইনার সঠিক ভাবে ব্যবহার করতে না পারলে পুরো সাজটাই বিগড়ে যেতে পারে। জেনে নিন কী করে ব্যবহার করবেন জেল আই লাইনার (Eyeliner)।
আইলাইনার (Eyeliner) শুরু করার আগে প্রথমে চোখ পরিষ্কার করে নিন। যাতে চোখে কোনও রকম নোংরা না থাকে সে দিকে খেয়াল রাখুন। তা না হলে, জেল আই লাইনার সঠিক ভাবে লাগানো যাবে না।
এবার জেল আই লাইনার ব্রাশটি পাত্রে ডোবান। চোখে লাগানোর আগে নিশ্চিত করুন যাতে ব্রাশের তারদিকে জেল না লেগে থাকে। তা হলে চোখের মেকআপ (Makeup) ঘেঁটে যাতে পারে। তাই অল্প পরিমাণ করে লাইনার তুলিতে নিন। আর ধীরে ধীরে লাগান।
চোখে আই লাইনার লাগানোর আগে কয়টি জিনিস খেয়াল রাখবেন। ধীরে ধীরে চোখের কোনায় লাগাতে হবে আই লাইনার (Eyeliner)। লাইনারটি চোখের ভিতরেরে কোণে সমস্ত জায়গায় প্রয়োগ করুন। বাইরের দিকে মোটা করে আর ভিতরের দিকে সরু করে আই লাইনার লাগান।
একটি চোখের মেকআপ শেষ করে তবেই, পরবর্তী চোখে হাত দেবেন। এক সঙ্গে দুটো চোখে লাইনার লাগান। অনেকে অর্ধেক অর্ধেক করে মেকআপ করে। এতে সাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়।
মনে রাখবেন-
জেল আই লাইনার ব্যবহারে সময় কয়টি জিনিস মাথায় রাখতে হয়। তা না হলে, তা সহজে ঘেঁটে যায়। যেভাবে পেনসিল লাইনার ধরের ঠিক সেভাবেই জেল আই লাইনারের ব্রাশটি ধরুন। তাহলে সহজে ঘাঁটবে না। অন্য দিকে, মেকআপের আগে ব্রাশের ওপর ব্যাকটেরিয়া কিংবা কোনও নোংরা (Dust) যাতে না থাকে, তা নিশ্চিত করুন। শুরুতে ব্র্যাশ পরিষ্কার করে নিন। ভালো করে শুকনো করে নিয়ে তবেই ব্যবহার করবেন। আর জেল আই লাইনার লাগানোর আগে ধৈর্য্য ধরে ধীরে ধীরে লাগাবেন। আর প্রথমে অল্প করে জেল আই লাইনার ব্যবহার করুন। এই কয়টি টিপস মেনে চোখের মেকআপ করলে সহজে ফুটে উঠবে চোখের সৌন্দর্য।
আরও পড়ুন- চুলের যত্নে ব্যবহার করুন এই কয়টি তেল, সমাধান হবে অকাল পক্কতার সমস্যা
আরও পড়ুন- অস্ত্রপ্রচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জাস্টিন ঘরণী, জানালেন ভর্তি হওয়ার কারন