জ্বর-সর্দির ওষুধের ওপর নিষেধাজ্ঞা, ১৫৬টি ওষুধ ব্যান করল সরকার, দেখুন লিস্ট

Published : Aug 24, 2024, 12:48 PM ISTUpdated : Aug 24, 2024, 12:49 PM IST
People will buy medicine in grocery shop central government take new decision

সংক্ষিপ্ত

ফিক্স ডোজ কম্বিনেশন ওষুধ -র ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখে নিন কোন কোন ওষুধ আছে তালিকায়। 

বর্ষার মরশুমে কম-বেশি প্রায় সকলেই ভুগছেন নানা রোগে। এই সময় জ্বর-সর্দির মতো সমস্যা নতুন কথা নয়। অনেকেই এই সমস্যা ভুগে থাকেন। আর সমস্যা দেখা দিলে অধিকাংশই স্থানীয় দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নেন। কিন্তু, জানেন কি ডাক্তার না দেখিয়ে ওষুধ খেয়ে অজান্তে নিজের বিপদ নিজেই ডাকছেন। কারণ বর্তমানে বেশ কিছু ওষুধ ব্যান করেছে সরকার। যা খেলে পড়তে পারেন সমস্যায়।

সদ্য ১৫৬টি ফিক্স ডোজ কম্বিনেশন ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি হল। জ্বর-সর্দির ওষুধ ব্যান করল সরকার। 

বাতিল হওয়া ওষুধের তালিকায় আছে, মেফেনামিক অ্যাসিড + প্যারাসিটামল ইনজেকশন

সেটিরিজাইন এইচসিএল + প্যারাসিটামন + ফেনিলেফ্রিন এইচসিএল

লিভোসেট্রিজাইন + ফেনিলেফ্রিন এইচসিএল + প্যারাসিটামল

প্যারাসিটামল + ক্লোরফেনির্মাইন মালেট + ফেনিল প্রোপানোলামিন

ক্যামিলোফিন ডাইহাইড্রোফ্লোরাইড ২৫ এমজি + প্যারাসিটামল ৩০০ এমজি

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারে যেখানে এই ধরনের ওষুধের নিরাপদ বিকল্প উপলব্ধ রয়েছে সেখানে ককটেল ওষুধ ব্যবহার করা ঝুঁকি সাপেক্ষ। তাই বৃহত্তর জনস্বার্থে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০-র ধারা ২৬ এ অনুযায়ী এই ফিক্সড ডোজ ওষুধের উৎপাদন, বিক্রি নিষিদ্ধ করা উচিত।

এই ধরনের ওষুধ কেনার আগে বিস্তারিত দেখে নিন। ফিক্স ডোজ কম্বিনেশন ওষুধ -র ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্যাবলেট বা ক্যাপসুলের গায়ে লেখা ওষুধ উপাদান পড়লেই আপনি বুঝতে পেরে যাবে। তাই ওষুধ কেনার আগে সতর্ক হন। এমন ওষুধ এড়িয়ে চলুন।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস