Heart Attack: কোভিড ভ্যাকসিনই বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা

গত সপ্তাহেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। ফিটনেস কুইন হিসেবে পরিচিত সুস্মিতার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর উদ্বেগের সঞ্চার করেছে।

কোভিড ভ্যাকসিন থেকেই কি বাড়ছে হার্টের সমস্যার ঝুঁকি? বিশেষজ্ঞদের মতে গুরুতর কোভিড বা লং কোভিডের সঙ্গে হার্টের সমস্যার বেশ কিছুটা সংযোগ রয়েছে। তবে কোভিড ভ্যাকসিন হৃদরোগের ঝুঁকি বাড়ায় একথা ঠিক নয়। বিশেষজ্ঞদের ব্যাখ্যা,'দু'দশক আগীও যখন আমরা ৩০ বছরের একটি হৃদরোগে আক্রান্ত রোগী পেতাম গোটা হাসপাতাল আমাদের কাছে এসে প্রশ্ন করত। ৩০ বছর বয়সী এক তরুণের হার্টের সমস্যা হওয়া আমাদের কাছে দুঃস্বপ্ন ছিল। তবে এখন এই দৃশ্য খুবই স্বাভাবিক। প্রায়ই যুবকদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে দেখি।' এই প্রসঙ্গে, ম্যাক্স হেলথকেয়ারের কার্ডিওলজির চেয়ারম্যান ও প্রধান ডাঃ বলবীর সিং বলেছেন,'এই বছরগুলি মূল্যবান এবং একজন ব্যক্তির জীবনে সবচেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে। হৃদরোগে আক্রান্ত তরুণ ভারতীয়রা উদ্বেগের একটি বড় কারণ।'

উল্লেখ্য গত সপ্তাহেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। ফিটনেস কুইন হিসেবে পরিচিত সুস্মিতার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর উদ্বেগের সঞ্চার করেছে। এই ঘটনার পরই অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন,'আমার ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে... স্টেন্ট আছে...।' যদিও তরুণদের মধ্যে ধমনীতে বাধা এবং হার্ট অ্যাটাক উদ্বেগের একটি আসল কারণ, কোভিড ভ্যাকসিন সম্পর্কে ইন্টারনেটে অনেক ষড়যন্ত্রের তত্ত্বও ভাসছে যা হঠাৎ হার্ট অ্যাটাকের দিকে পরিচালিত করে। এই বিষয় একটি সংবাদ সংস্থার পক্ষ থেকে বেশ কিছু কার্ডিওলজিস্ট এবং ইমিউনোলজিস্টদের সঙ্গে কথা বলা হয়।

Latest Videos

কোভিড ভ্যাকসিন কি বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি?

ডক্টর বলবীর বলেন,'হার্ট অ্যাটাক বৃদ্ধিতে ভ্যাকসিনের ভূমিকা আছে এমন কোনো তথ্য নেই। তবে, কোভিড ইনফেকশন, কোভিড ভ্যাকসিন নয়, হার্ট অ্যাটাক বাড়াতে পারে। স্টেরয়েডের ব্যবহার চিকিৎসার সময় সংক্রমণের পরে এক বছর পর্যন্ত হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। ফোর্টিস হাসপাতাল মুলুন্ড ও কল্যাণের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর কীর্তি সাবনিস বলেছেন,'গুরুতর কোভিড সাইটোকাইন স্টর্ম (ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া) নামক একটি অবস্থার কারণ হতে পারে, যার ফলে টাকাইকার্ডিয়া (দ্রুত হৃদস্পন্দন), অ্যারিথমিয়া (অনিয়মিত হৃদস্পন্দন) হতে পারে। এটি একটি জীবনব্যাপী অবস্থা নয় এবং বেশিরভাগ মানুষ এটি থেকে পুনরুদ্ধার করতে পারে

আরও পড়ুন - 

জ্বর সর্দিকাশিতে ভুগছেন অনেকেই , রইল সিজিনাল রোগের সহজ প্রতিকার

রাতে অনেক দেরী করে খাবার খান? শরীরে যে কোনও সময় বাসা বাঁধতে পারে এই সব রোগ

গরমের সময় অনেকেই তরমুজ খায়, তবে এভাবে খেলে আশ্চর্যজনক উপকার মিলবে

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee